স্বদেশী জাভিকে ছুঁতে অবশ্য আরো লম্বা পথ পাড়ি দিতে হবে ইনিয়েস্তাকে। দু’বছর আগে ন্যু ক্যাম্প অধ্যায়ের ইতি টানার আগে ৫০৫টি লিগ ম্যাচ খেলেন ৩৭ বছর বয়সী এ বিশ্বকাপ জয়ী মিডফিল্ডার।
লুইস ফন গাল কোচ থাকাকালীন ২০০২ সালে মালোর্কার বিপক্ষে ইনিয়েস্তার লা লিগায় অভিষেক ঘটে। ২০০৫ সালে প্রথম লিগ শিরোপা উঁচিয়ে ধরেন। ফ্রাঙ্ক রাইকার্ডের অধীনে টানা দুই মৌসুমে ঘরোয়া টাইটেল জেতেন।
চারশ’ ম্যাচে সতীর্থদের দিয়ে অসংখ্য গোল বানিয়ে দেওয়ার পাশাপাশি নিজে প্রতিপক্ষের জালে বল জড়িয়েছেন ৩৪ বার। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত ৬১৪টি ম্যাচ খেলেছেন। আটটি লিগ শিরোপা, চারটি কোপা দেল রে ও চারচার চ্যাম্পিয়নস লিগের ট্রফি উল্লাসে মাতেন আন্দ্রেস ইনিয়েস্তা।
বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, ২০ ফেব্রুয়ারি, ২০১৭
এমআরএম