ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

দল পেলেন ব্রাজিলের সেই ঠান্ডা মাথার খুনী

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৮ ঘণ্টা, মার্চ ১১, ২০১৭
দল পেলেন ব্রাজিলের সেই ঠান্ডা মাথার খুনী ছবি: সংগৃহীত

বান্ধবীকে খুন করা ব্রাজিলিয়ান গোলরক্ষক ব্রুনোকে কমপক্ষে ১০টি বড় ক্লাব নিজ দলে পেতে চাইছে বলে গুজব উঠেছিল। ঠান্ডা মাথার ভয়ঙ্কর এই খুনী ব্রুনোর এজেন্ট এই খবরের সত্যতা স্বীকার করেন। এবার নতুন খবর, দল পেয়েছেন ব্রুনো।

২০১০ সালে বান্ধবী এলিজা সামুদিউকে হত্যা করেন ব্রুনো। তাতে ২২ বছরের জেলও হয় ব্রুনোর।

তবে, পরে শাস্তি কমে যাওয়ায় চলতি মাসের শুরুতে তিনি মুক্তি পান।

৩২ বছরে পা রাখা ব্রুনোকে দলে নিয়েছে ব্রাজিলের সিরি ‘বি’ এর ক্লাব বোয়া এসপোর্তে। ক্লাবটির ডিরেক্টর রিলদো মোরায়েস এই চুক্তির কথা নিশ্চিত করেছেন। এক বিবৃতিতে তিনি জানান, ‘দুই পক্ষের আলোচনা শেষেই ব্রুনোকে দলে চুক্তিবদ্ধ করা হয়েছে। তাকে দুই বছরের জন্য দলে নেওয়া হয়েছে। আর এটা নিশ্চিত। ’

ব্রুনোর এজেন্ট জানান, ‘সে প্রচুর প্রস্তাব পাচ্ছে। অন্তত ১০টি ক্লাব ব্রুনোকে দলে নিতে আগ্রহ দেখায়। আমরা আপাতত ক্লাবগুলোর নাম প্রকাশ করতে চাইছি না। চুক্তিগত কারণেই আমরা ক্লাবগুলোকে সবার সামনে আনছি না। ’

বেশ দাপটের সঙ্গেই ব্রাজিলের শীর্ষ ক্লাব ফ্ল্যামিঙ্গোর হয়ে খেলেছেন ব্রুনো। ঘরের মাঠে অনুষ্ঠেয় বিশ্বকাপের (২০১৪ সালে) জন্য ব্রুনোকেই সেলেকাওদের প্রথম পছন্দ ছিল। কিন্তু, তার আগেই তাকে জেলের ঘানি টানতে হয়। পরে ক্লাব থেকেও তাকে বরখাস্ত করা হয়।

গোলরক্ষক ব্রুনোর বিরুদ্ধে বান্ধবী এলিজা সামুদিউকে খুন করার অভিযোগ ওঠে। নিজের সন্তানের সামনেই তিনি এই হত্যাকাণ্ড চালান। এরপর এলিজার দেহ কেটে পোষা কুকুরকে দিয়ে খাওয়ানোর বীভৎস ঘটনার জন্মও দিয়েছেন ব্রুনো। শ্বাসরোধ করে হত্যার পর কুকুরকে খাওয়ানোর কথা স্বীকার করলেও এই অপরাধের দায় অবশ্য নিজের কাঁধে নেননি ব্রুনো। বরং এই মামলার অন্য দুই আসামির ওপর চাপিয়ে দেন।

এই হত্যাকাণ্ড এবং মামলাটি ব্রাজিলে বেশ আলোড়ন তুলেছিল। ব্রুনোর এই নৃশংসতার ঘটনার পরও ঠান্ডা মাথার ভয়ঙ্কর এই খুনীকে দলে পেতে কেন ১০টি ক্লাব প্রতিযোগিতায় নেমেছিল সেটি নিয়েও আলোচনা-সমালোচনায় মেতেছে ফুটবল বিশ্ব। এবারতো দল পেয়েই গেলেন তিনি!

বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, ১১ মার্চ ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।