ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

বিকেএসপির তৃণমূল কাপ ফুটবল প্রতিযোগিতা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৭ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৭
বিকেএসপির তৃণমূল কাপ ফুটবল প্রতিযোগিতা ছবি: সংগৃহীত

তৃণমূল পর্যায় থেকে ক্ষুদে মেধাবী ফুটবলার অন্বেষণে বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র, খুলনায় বিকেএসপি তৃণমূল কাপ ফুটবল প্রতিযোগিতা শুরু হয়েছে।

খুলনা বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের মাঠে অনুষ্ঠিত দ্বিতীয় দিনের প্রথম খেলায় স্বাগতিক খুলনা ৩-০ গোলের ব্যবধানে রায়পুর জাগরনী ক্লাব ও একাডেমি, মেহেরপুরকে পরাজিত করে শুভ সূচনা করে। বিজয়ী দলের নাজমুল ২টি ও তানজিম ১টি গোল করেন।

দিনের দ্বিতীয় ম্যাচে মুন্সি ওয়ালিউর রহমান ফুটবল একাডেমি, নড়াইল ২-০ গোলের ব্যবধানে শ্যামনগর ফুটবল একাডেমি, সাতক্ষীরাকে পরাজিত করে শুভ সূচনা করে। বিজয়ী দলের পক্ষে চিন্ময় ২টি গোল করেন।

গতকাল বিকেলে বিকেএসপি তৃণমূল কাপ (অনূর্ধ্ব-১৩) ফুটবল টুর্নামেন্ট-২০১৭ এর এর শুভ উদ্বোধন করেন খুলনার জেলা প্রশাসক জনাব নাজমুল আহসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি জনাব এ্যাড. মোঃ সাইফুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বিকেএসপি, ঢাকার উপ-পরিচালক (প্রশিক্ষণ) মিসেস শামীমা সাত্তার মিমু ও বিকেএসপির ফুটবল বিভাগের চিফ কোচ উজ্জ্বল চক্রবর্তী।

এ সময় টুর্নামেন্টের সমন্বয়কারী বিকেএসপি আঞলিক প্রশিক্ষণ কেন্দ্র, খুলনার ভারপ্রাপ্ত উপ-পরিচালক জনাব মোঃ শাহাদত হোসেন উপস্থিত ছিলেন।

টুর্নামেন্টে মোট ৯টি দল অংশগ্রহণ করছে। দলগুলো হলো স্পোর্টস লাইফ ফুটবল একাডেমি (কুষ্টিয়া), জেলা ফুটবল অ্যাসোসিয়েশন (বাগেরহাট), আসাদুজ্জামান ফুটবল একাডেমি (মাগুরা), আলহাজ্ব নুর ইসলাম ফুটবল একাডেমি (যশোর), ঝিনাইদহ ফুটবল একাডেমি, এসবি আলী ফুটবল একাডেমি (খুলনা), রায়পুর জাগরনী ক্লাব ও একাডেমি (মেহেরপুর), মুন্সি ওয়ালিউর রহমান ফুটবল একাডেমি (নড়াইল) ও শ্যামনগর ফুটবল একাডেমি (সাতক্ষীরা)। আগামী ২ এপ্রিল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, ৩০ মার্চ ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।