ঢাকা, বৃহস্পতিবার, ১৬ আশ্বিন ১৪৩২, ০২ অক্টোবর ২০২৫, ০৯ রবিউস সানি ১৪৪৭

ফুটবল

রোমাঞ্চকর লড়াইয়ে নামছে রিয়াল-বায়ার্ন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৫৭, এপ্রিল ১২, ২০১৭
রোমাঞ্চকর লড়াইয়ে নামছে রিয়াল-বায়ার্ন চ্যাম্পিয়নস লিগে রোমাঞ্চকর লড়াইয়ে নামছে রিয়াল-বায়ার্ন/ছবি: সংগৃহীত

কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে জুভেন্টাসের মাঠে ৩-০ গোলে হেরে গেছে বার্সেলোনা। বার্সার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের সামনে বায়ার্ন মিউনিখ চ্যালেঞ্জ। অ্যালিয়াঞ্জ অ্যারেনায় রোমাঞ্চকর লড়াইয়ে নামছে দু’দল।

তিন বছর পর চ্যাম্পিয়নস লিগে মুখোমুখি হচ্ছে রিয়াল ও বায়ার্ন। বুধবার (১২ এপ্রিল) বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে ১টায় হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে।

...এর মধ্য দিয়ে মুখোমুখি হবেন জিনেদিন জিদান ও কার্লো আনচেলত্তি। রিয়ালের কোচ থাকাকালীন সময়ে আনচেলত্তির সহকারী ছিলেন ফ্রেঞ্চ কিংবদন্তি। একই সময়ের অপর ম্যাচে ইংলিশ চ্যাম্পিয়ন লিচেস্টার সিটিকে আতিথ্য দেবে লস ব্লাঙ্কসদের নগর প্রতিদ্বন্দ্বী অ্যাতলেতিকো মাদ্রিদ।

দুদলকেই ভাবিয়ে তুলেছে ইনজুরি উদ্বেগ। বায়ার্নের দুশ্চিন্তার নাম রবার্ট লেভানডফস্কি। পোলিশ ‘গোলমেশিন’ খেলতে পারবেন কিনা তা নিয়ে রয়েছে জোরালো সংশয়। কাঁধের ইনজুরিতে ভুগছেন তিনি। অ্যাঙ্কেল (গোড়ালি) সমস্যায় ছিটকে গেছেন রক্ষণভাগের অপরিহার্য সদস্য ম্যাটস হামেলস। অন্যদিকে, দুই গুরুত্বপূর্ণ ডিফেন্ডার পেপে ও রাফায়েল ভারানকে পাচ্ছেন না জিদান। দুই লেগেই তারা মাঠের বাইরে থাকবেন।

...ইউরোপ শ্রেষ্ঠত্বের আসরে (‌ইউরোপিয়ান কাপ / চ্যাম্পিয়নস লিগ) এ নিয়ে ২৩ বার একে অপরের মুখোমুখি রিয়াল-বায়ার্ন। চ্যাম্পিয়নস লিগ যুগে ১৭তম। যা টুর্নামেন্টের ইতিহাসে রেকর্ড। দু’দলই পাঁচবার করে নকআউট পর্বের বাধা পার করে।

ইউরোপিয়ান প্রতিযোগিতায় বায়ার্নের বিপক্ষে ১১টি অ্যাওয়ে ম্যাচের মধ্যে ৯টিতেই হেরে যায় রিয়াল (১ জয়, ১ ড্র)। কিন্তু, অ্যালিয়াঞ্জ অ্যারেনায় সবশেষ ম্যাচে উড়ন্ত জয় (৪-০) তুলে নেয় স্প্যানিশ জায়ান্টরা।

...ঘরের মাঠে চ্যাম্পিয়নস লিগে নিজেদের শেষ ১৬টি ম্যাচেই জয় নিয়ে মাঠ ছাড়ে বাভারিয়ানরা। এ প্রতিযোগিতার ইতিহাসে যা সবচেয়ে বেশি টানা জয়ের রেকর্ড। সবশেষ দল হিসেবে তাদের হারের স্বাদ দিয়েছিল রিয়াল (২০১৪ সালের এপ্রিলে)।

চ্যাম্পিয়নস লিগে বায়ার্নের বিপক্ষে রিয়ালের সামনে হ্যাটট্রিক জয়ের হাতছানি! ২০১৪ আসরে সেমিফাইনালে জার্মান চ্যাম্পিয়নদের দুই লেগ মিলিয়ে ৫-০ গোলে (১-০, ৪-০) বিধ্বস্ত করেছিল গ্যালাকটিকোরা। সেবার তাদের কোচ ছিলেন আনচেলত্তি। সময়ের পরিক্রমায় এখন তার অধীনেই রিয়ালকে পাল্টা চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত রোবেন-রিবেরি-থমাস মুলাররা।

বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, ১২ এপ্রিল, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।