ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

চীনে খুদে টাইগ্রেসদের বিশাল জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪২ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৭
চীনে খুদে টাইগ্রেসদের বিশাল জয় ছবি: সংগৃহীত

চীন সফরে রয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ জাতীয় নারী ফুটবল দল। এই সফরে রোববার (২৩ এপ্রিল) নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামে বাংলাদেশের মেয়েরা। সাংসি প্রাদেশিক অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল দলের বিপক্ষে ৪-১ ব্যবধানের বড় জয় তুলে নিয়েছে বাংলাদেশের মেয়েরা।

নিজেদের প্রথম ম্যাচে ১-০ গোলে হেরেছিল বাংলাদেশের মেয়েরা।

রোববার ম্যাচের ৮ মিনিটেই গোলের দেখা পায় বাংলাদেশের মেয়েরা।

মার্জিয়া গোলটি করে এগিয়ে নেন দলকে। পরের মিনিটেই ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। কিন্তু সুযোগ মিস করেন রাজিয়া। তাতে তিন কোয়ার্টারের প্রথম কোয়ার্টার ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই শেষ হয়।

ম্যাচের ৩২ মিনিটে মিডফিল্ডার তহুরার কাছ থেকে পাওয়া বল জালে জড়ান অধিনায়ক কৃষ্ণা রানী সরকার। তাতে ২-০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ। ৪৪ মিনিটে ব্যবধান হয় ৩-০। এ সময় গোল করেন সিরাত জাহান স্বপ্না। তাকে গোলে সহায়তা করেন সানজিদা।

তৃতীয় কোয়ার্টারে সাংসি অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল দল ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। ৮৪ মিনিটে তারা একটি গোলের দেখাও পায়। গোলটি করেন লু জিয়েমেই। তাতে ব্যবধান হয় ৩-১। ম্যাচের ৮৮ মিনিটে মনিকা চাকমা গোলের দেখা পেলে ৪-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশের মেয়েরা।

চীনের সাংহাই প্রদেশের রাজধানী জিয়ানে অনুষ্ঠিতব্য ফুটবল টুর্নামেন্টে অংশ নিতে গত বৃহস্পতিবার চীনে পৌঁছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল দল। সেখানে বাংলাদেশের পাঁচটি ম্যাচ খেলার কথা রয়েছে। সোমবার চীনের অনূর্ধ্ব-১৪ জাতীয় ফুটবল দলের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ২৫ তারিখ সাংসি এর স্থানীয় দলের বিপক্ষে খেলার পর ২৬ তারিখ অনূর্ধ্ব-১৪ জাতীয় দলের বিপক্ষে শেষ ম্যাচ খেলবে। ২৭ এপ্রিল বাংলাদেশের উদ্দেশে যাত্রা করবে অনূর্ধ্ব-১৬ দল।

মূলত সেপ্টেম্বরে থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য এএফসি অনূর্ধ্ব-১৬ ফুটবল চ্যাম্পিয়নশিপের প্রস্তুতির অংশ এটি।

বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, ২৩ এপ্রিল ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।