ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ফাইনালে বিকেএসপি ও ঢাকা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৩ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৭
ফাইনালে বিকেএসপি ও ঢাকা ফাইনালে বিকেএসপি ও ঢাকা

ঢাকা: ফেভারিটরাই ফাইনাল নিশ্চিত করেছে। টুর্নামেন্টের প্রথম থেকে ঢাকা ও বিকেএসপি এ দু’দলই দুর্দান্ত খেলে এবার ফাইনালে জায়গা করে নিয়েছে। ফলে অর্নূধ্ব-১৮ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হচ্ছে ঢাকা ও বাংলাদশে ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)।

রোববার (৩০ এপ্রলি) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এ দু’টি সেমি ফাইনাল অনুষ্ঠতি হয়েছে।

দিনের প্রথম সেমি-ফাইনালে সিলেটের বিপক্ষে খেলতে নামে বিকেএসপি।

পুরো ম্যাচ গোলশূন্য থাকায় ভাগ্য গড়ায় টাইব্রেকারে। ৪-৩ এ রুদ্ধশ্বাস টাইব্রেকারে জিতে নেয় বিকেএসপি।

দ্বিতীয় সেমি-ফাইনালে চট্টগ্রামকে ২-০ গোলে হারায় ঢাকা। দশম মিনিটে সাইফ শাহরিয়ারের গোলে এগিয়ে যাওয়ার পর ৫৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মমিনুল ইসলাম।

আগামী বৃহস্পতিবার (৪ মে) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শিরোপা লড়াইয়ে নামবে দু’দল।

বাংলাদশে সময়: ০২২০ ঘণ্টা, মে ০১, ২০১৭
জেএইচ/এইচএল/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।