ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

গোলস্কোরিং রেকর্ডে বায়ার্নকে ছাড়িয়ে রিয়াল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৭ ঘণ্টা, মে ১৫, ২০১৭
গোলস্কোরিং রেকর্ডে বায়ার্নকে ছাড়িয়ে রিয়াল গোলস্কোরিং রেকর্ডে বায়ার্নকে ছাড়িয়ে গেছে রিয়াল/ছবি: সংগৃহীত

টানা গোল করার নতুন রেকর্ড গড়েছে রিয়াল মাদ্রিদ। সবশেষ সান্তিয়াগো বার্নাব্যুতে সেভিয়ার বিপক্ষে ৪-১ গোলের দুর্দান্ত জয় পায় জিনেদিন জিদানের শিষ্যরা। এর মধ্য দিয়ে জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখকে টপকে গেছে স্প্যানিশ জায়ান্টরা।

ইউরোপের শীর্ষ পাঁচটি লিগের প্রথম দল হিসেবে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে টানা ৬২ ম্যাচে গোল করার দৃষ্টান্ত স্থাপন করলো রিয়াল। ২০১২-১৩ ও ২০১৩-১৪ মৌসুমে ৬১ ম্যাচ ধরে প্রতিপক্ষের জালে বল পাঠানোর কীর্তি দেখায় বাভারিয়ানরা।

গ্যালাকটিকোদের দুর্দান্ত গোলস্কোরিং দৌড় শুরু হয় ২০১৬ সালের এপ্রিলে রিয়াল সোসিয়াদের বিপক্ষে ১-০ ব্যবধানের জয় দিয়ে। ওই মাসেই চ্যাম্পিয়নস লিগ ম্যাচে ম্যানচেস্টার সিটির বিপক্ষে গোলহীন থাকে রিয়াল। এক বছরেরও বেশি সময় পেরিয়ে গেছে। এর মধ্যে ৬২ ম্যাচে ১৭১ বার গোল উদযাপন করেছে লস ব্লাঙ্কসরা। ম্যাচপ্রতি গোলের গড় ২.৭৫।

পাঁচটি ভিন্ন প্রতিযোগিতা থেকে গোলগুলো করেছে জিদানের দল। লা লিগায় ১০৬, ইউরোপিয়ান কাপে ৩৪, কোপা দেল রে থেকে ২২, ক্লাব বিশ্বকাপে ৬ ও উয়েফা সুপার কাপে ৩টি গোল করে তারা।

একক খেলোয়াড়দের মধ্যে এ সময়ের সর্বোচ্চ গোলস্কোরার ক্রিস্টিয়ানো রোনালদো। ৪১ বার সতীর্থদের উদযাপনের মধ্যমণি হন পর্তুগিজ আইকন। এর পরেই রয়েছেন স্প্যানিশ ফরোয়ার্ড আলভারো মোরাতা (২০) ও ফ্রেঞ্চ তারকা করিম বেনজেমা (১৮)। স্কোয়াডের প্রায় সকল সদস্যই গোলস্কোরার তালিকায় নাম লিখিয়েছেন। ২০ জন রিয়াল খেলোয়াড় ৬২ ম্যাচের গোলস্কোরিং কীর্তিতে অবদান রাখেন।

বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, ১৫ মে, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।