ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ঠাকুরগাঁওয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবলের ফাইনাল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২০ ঘণ্টা, মে ১৬, ২০১৭
ঠাকুরগাঁওয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবলের ফাইনাল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের পৌরসভা পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ মে) ঠাকুরগাঁও জেলা স্কুল বড়মাঠে সকাল ১০টায় মেয়েদের ফাইনাল ও দুপুর ১২টায় ছেলেদের ফাইনাল অনুষ্ঠিত হয়।

বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টে পিটিআই পরীক্ষণ প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চাম্পিয়ন হয় সাওতাল প্রাথমিক বিদ্যালয়।

ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ টুর্নামেন্টে নিশ্চিতপুর প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চাম্পিয়ন হয় গোবিন্দনগর প্রাথমিক বিদ্যালয়।

ম্যাচসমূহ শেষে একই স্থানে দুপুর ১ টায় পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ঠাকুরগাঁও সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার মমতাজ ফেরদৌসির সভাপতিত্বে উক্ত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁওয়ের পৌরমেয়র মির্জা ফয়সাল আমিন।

এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখতারুজ্জামান, সদর উপজেলা শিক্ষা অফিসার লিয়াকত আলী সরকার, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবুসহ আরও অনেকে।

উল্লেখ্য, উক্ত টুর্নামেন্টে ঠাকুরগাঁও পৌরসভার ২৩টি প্রাথমিক বিদ্যালয় অংশগ্রহণ করে।

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, ১৬ মে ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।