ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

৫ বছরের খরা কাটাতে নামছে রিয়াল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৬ ঘণ্টা, মে ২১, ২০১৭
৫ বছরের খরা কাটাতে নামছে রিয়াল ছবি: সংগৃহীত

২০১১-১২ মৌসুমে সবশেষ লা লিগার শিরোপা জিতেছিল স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। লা লিগায় পাঁচ বছরের শিরোপা খরা কাটাতে রিয়াল মাত্র ১ পয়েন্ট দূরে। লিগের শেষ ম্যাচে ড্র করলেই এই মৌসুমে চ্যাম্পিয়ন হয়ে যাবে রোনালদো বাহিনী।

রোববার (২১ মে) বাংলাদেশ সময় রাত ১২টায় মালাগার মাঠে খেলতে নামবে জিনেদিন জিদানের শিষ্যরা।

৩৭ ম্যাচে ৯০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে আছে রিয়াল।

সমান ম্যাচ খেলে ৮৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বার্সেলোনা। একই সময়ে এইবারের বিপক্ষে ঘরের মাঠে খেলতে নামবে মেসি-নেইমার-সুয়ারেজদের বার্সা।

রিয়ালের কোচ জিদান শেষ ম্যাচ জিতেই শিরোপার উদযাপন করতে চান, ’৩৮ ম্যাচ খেলে লা লিগা জেতা সত্যিই অনেক কঠিন কাজ। আমরা নিজেদের শেষ ম্যাচেও জিততে চাই। জিতেই রিয়ালের শিরোপার উদযাপন করতে চাই। ’

জিদান আরও যোগ করেন, ‘আমার দল শিরোপার জন্য প্রতি সপ্তাহেই লড়াই করেছে। এভাবেই লড়াই করে শিরোপা জিততে চাই। শেষ ম্যাচেও আমরা জয়ের জন্যই মাঠে নামবো। দেখা যাক, কি হয়। তবে, ম্যাচের শেষ মিনিট পর্যন্ত আমরা জয়ের জন্যই খেলব। ’

বাংলাদেশ সময়: ১৩১৪ ঘণ্টা, ২১ মে ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।