ঢাকা, শনিবার, ২৬ আশ্বিন ১৪৩২, ১১ অক্টোবর ২০২৫, ১৮ রবিউস সানি ১৪৪৭

ফুটবল

ইংলিশ ফুটবলের বর্ষসেরা কোচ কন্তে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:১৫, মে ২৩, ২০১৭
ইংলিশ ফুটবলের বর্ষসেরা কোচ কন্তে চেলসির শিরোপা জয়ী কোচ অ্যান্তোনিও কন্তে/ছবি: সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগে কোচ হিসেবে নিজের প্রথম মৌসুমেই বাজিমাত করেছেন অ্যান্তোনিও কন্তে। চেলসিকে শিরোপা জিতিয়ে মর্যাদাপূর্ণ সব অ্যাওয়ার্ডে ভূষিত এ ইতালিয়ান। প্রিমিয়ার লিগের বর্ষসেরা কোচের পুরস্কার জিতেছেন তিনি।

শুধু তাই নয়, এলএমএ (লিগ ম্যানেজার্স অ্যাসোসিয়েশন) বর্ষসেরার খেতাব নিজের করে নিয়েছেন ৪৭ বছর বয়সী কন্তে। তৃতীয় বিদেশি কোচ হিসেবে এমন সম্মানজনক পুরস্কার জয়ের গৌরব অর্জন করেন।

...গত বছর লিচেস্টার সিটিকে প্রিমিয়ার লিগ জিতিয়ে রূপকথার জন্ম দেওয়া ক্লদিও রানিয়েরি বর্ষসেরা কোচের আসনে বসেন। ২০০২ ও ২০০৪ সালে সেরা কোচ হয়েছিলেন আর্সেনালের আর্সেন ওয়েঙ্গার। ভোটাভুটিতে রানিয়েরির পর দ্বিতীয় ইতালিয়ান হিসেবে প্রিমিয়ার লিগের বর্ষসেরা কোচের স্বীকৃতি পেলেন কন্তে।

২০১৬ ইউরোর পর ইতালির দায়িত্ব ছেড়ে স্ট্যামফোর্ড ব্রিজে (চেলসির হোম ভেন্যু) পাড়ি জমান কন্তে। প্রিমিয়ার লিগে অভিষেক মৌসুমের সব আলো কেড়ে নিয়েছেন সাবেক জুভেন্টাস কোচ। এক বছরের বিরতীতে লিগ শিরোপা পুনরদ্ধার করেছে ব্লুজরা। হোসে মরিনহোর অধীনে ২০১৪-১৫ মৌসুমের শিরোপা জেতে চেলসি।

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, ২৩ মে, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।