ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

শেষ চারের লড়াইয়ে চট্টগ্রাম আবাহনী বনাম রাসেল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, মে ২৪, ২০১৭
শেষ চারের লড়াইয়ে চট্টগ্রাম আবাহনী বনাম রাসেল ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ফেডারেশন কাপের দ্বিতীয় সেমিফাইনালে ওঠার লড়াইয়ে 'বি' গ্রুপ চ্যাম্পিয়ন চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে মাঠে নামবে শেখ রাসেল। আগামীকাল বৃহস্পতিবার (২৫ মে) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা ৬ টায় এ ম্যাচটি অনুষ্ঠিত হবে।

এর আগে বি গ্রপে আরামবাগ ও মোহামেডানকে হারিয়ে শেষ আট নিশ্চিত করেছে চট্টগ্রাম আবাহনী। অন্যদিকে সি গ্রপে ফরাশগঞ্জের বিপক্ষে ৩-০ গোলের ব্যবধানে জয় ও টাইব্রেকারে শেখ জামালের বিপক্ষে হেরে গ্রুপ রানারআপ হয়েছে শেখ রাসেল।

ফেডারেশন কাপের নিয়মানুযায়ী বি গ্রুপের চ্যাম্পিয়ন দল খেলবে সি গ্রুপের রানারআপ দলের বিপক্ষে। চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে খেলবে শেখ রাসেল। তুলনামূলক তরুণ দল নিয়ে ঘরোয়া লিগে দল সাজিয়েছে শেখ রাসেল।

বসুন্ধরা গ্রুপের তত্ত্বাবধানে শেখ রাসেলের এবারের দলটি শিরোপায় চোখ রাখছে। জয়ের জন্যই মাঠে নামবে শেখ রাসেল। দলের কোচ মারুফুল হক বলেন, 'আমরা শিরোপা প্রত্যাশী। তাই এই ম্যাচে জয় নিয়ে মাঠ ত্যাগ করতে চাই। '

বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, ২৪ মে ২০১৭
জেএইচ/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।