ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

'আমি কোনো ম্যাজিশিয়ান নই'

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৪ ঘণ্টা, জুন ৭, ২০১৭
'আমি কোনো ম্যাজিশিয়ান নই' ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জাতীয় ফুটবল দল ও অনূর্ধ্ব-২৩ দলে প্রধান কোচ হিসেবে আজ (০৭ জুন) এক বছরের চুক্তিপত্রে সই করেছেন ইংলিশ বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান কোচ অ্যান্ড্রু ওর্ড। দায়িত্ব পেয়ে একবছরে তার লক্ষ্য কি এমন প্রশ্নের জবাবে তিনি জানান, 'আমি কোন ম্যাজিশিয়ান নই।'

কেন তিনি এমন উত্তর দিলেন তার পটভূমি জানা দরকার। বুধবার (০৭ জুন) বিকালে বাফুফে কনফারেন্স কক্ষে অফিসিয়ালি একবছরের চুক্তিতে নিয়োগ পেয়েছে এই তরুণ কোচ।

সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ও সেড়ে ফেলেছেন তিনি।

এখনও পর্যন্ত কোন জাতীয় দল বা বয়সভিত্তিক কোন দল নেই। আবার সামনে এএফসি টুর্নামেন্ট। এতো কম সময়ের মধ্যে কি কাজ করবেন এমন প্রশ্নের জবাবে  জানান, ‘আমি কোন ম্যাজিশিয়ান নই। প্রথমত আমি খেলোয়াড় বাছাই করবো। তাদের নিয়ে কাজ করবো। ইতিবাচক চেষ্টা করবো। বাকীটা ফলাফলে। '

তাই ঘরোয়া ফুটবলে নজর রাখবেন তিনি এবং আসন্ন এএফসি অনূর্ধ্ব-২৩ টুর্নামেন্ট ও বঙ্গবন্ধু গোল্ড কাপের দিকে আপাতত নজর রাখছেন তিনি। তিনি বলেন, 'বাংলাদেশ অনেক বড় মাপের একটি দেশ। এখানে দলকে নতুন জায়গায় নিতে হবে। গতকাল দুই আবাহনীর ফাইনাল ম্যাচটিও দেখেছি। দারুণ কিছু খেলোয়াড় আছে। তাদের নিয়ে অচিরেই ট্রেনিং শুরু করতে চাই। '

দেশের ভঙ্গুর ফুটবলকে ইতিবাচক পরিবর্তন আনতে চান তিনি, ‘অতীত দেখতে চাইনা। সামনের দিকে আপাতত দৃষ্টি রাখছি। '

এর আগে অস্ট্রেলিয়ার এ লিগ দল পার্থ গ্লোরির সঙ্গে যুক্ত থাকা এই অভিজ্ঞ কোচ থাইল্যান্ড এবং মায়ানমারেও কাজ করেছেন। এছাড়া অস্ট্রেলিয়ার জাতীয় দলের সঙ্গে বিশ্বকাপ মিশনে কাজ করাটা তার কোচিং ক্যারিয়ারের অন্যতম সংযোজন বলতে হয়।

এ সময় বাফুফের ন্যাশনাল টিমস কমিটির চেয়ার কাজী নাবিল এমপি, বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ, জাতীয় ফুটবল দলের ম্যানেজার সত্যজিত দাস রুপুসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, ০৭ জুন, ২০১৭
জেএইচ/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।