ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ব্রাজিল-আর্জেন্টিনার উড়ন্ত জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৩ ঘণ্টা, জুন ১৩, ২০১৭
ব্রাজিল-আর্জেন্টিনার উড়ন্ত জয় ছবি: সংগৃহীত

আর্জেন্টিনার কাছে হারের হতাশা ভুলে ছন্দে ফিরেছে নেইমারবিহীন ব্রাজিল। অস্ট্রেলিয়ার মাঠে ৪-০ গোলের দুর্দান্ত জয় পেয়েছে সেলেকাওরা। অন্যদিকে, টানা দুই জয়ে উড়ছে জর্জ সাম্পাওলির আর্জেন্টিনা।

কোচের দায়িত্ব নিয়ে ব্রাজিলের পর সিঙ্গাপুরের ন্যাশনাল স্টেডিয়ামে উড়ন্ত জয় উপভোগ করেন সাম্পাওলি। স্বাগতিকদের জালে গোল উৎসবই করে আলবিসেলেস্তেরা।

৬-০ গোলের লজ্জায় ডোবে স্বাগতিকরা। এ ম্যাচে বিশ্রামে থাকেন লিওনেল মেসি ও গঞ্জালো হিগুয়েইন।

আর্জেন্টিনার জার্সিতে অভিষেকেই গোল উদযাপন করেন উইঙ্গার আলেজান্দ্রো গোমেজ ও তরুণ মিডফিল্ডার লিন্দ্রো পারেডেস। বাকি চারটি করেন অ্যাঙ্গেল ডি মারিয়া, সেন্টারব্যাক ফেদেরিকো ফাজিও, উঠতি অ্যাটাকিং মিডফিল্ডার জোয়াকুইন কোরেয়া ও উদীয়মান স্ট্রাইকার লুকাস অ্যালারিও।

চারদিন আগে মেলবোর্নে আর্জেন্টিনার কাছে ১-০ ব্যবধানে হেরে যায় ব্রাজিল। এ ম্যাচ দিয়ে শুরু হয় সাম্পাওলি যুগ। সেই হতাশা ভুলে স্বরূপে ফিরেছে তিতের শিষ্যরা।

সকারুসদের জালে বল পাঠিয়ে ২০১৫ কোপা আমেরিকার পর গোল খরা কাটান অভিজ্ঞ ডিফেন্ডার থিয়াগো সিলভা। ইনজুরি আক্রান্ত গ্যাব্রিয়েল জেসুসের জায়গায় সুযোগ পেয়ে একেবারে প্রথম মিনিটে ও ইনজুরি জোড়া গোল উপহার দেন দিয়েগো সুজা। অন্যটি করেন ফরোয়ার্ড টাইসন।  

বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, ১৩ জুন, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।