ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

মেসি থাকলে বার্সা অপ্রতিরোধ্য

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৩ ঘণ্টা, জুলাই ৬, ২০১৭
মেসি থাকলে বার্সা অপ্রতিরোধ্য ছবি: সংগৃহীত

বার্সেলোনায় থাকা অবস্থায় নতুন এক অধ্যায়ের শুরু করেছিলেন পেপ গার্দিওলা। তার সেরা অস্ত্রই ছিলেন লিওনেল মেসি। এখন ইংলিশ প্রিমিয়ারের জায়ান্ট দল ম্যানচেস্টার সিটির কোচ গার্দিওলা। হাই প্রোফাইল এই কোচের কাছে বিশ্ব ফুটবলে এখনও মেসিই সবচেয়ে বড় তারকা।

গার্দিওলার মতে, মেসি যতদিন বার্সায় থাকবেন, ততদিন কাতালান এই ক্লাবটি অপ্রতিরোধ্য হয়েই থাকবে।

বার্সার সঙ্গে চার বছরের নতুন চুক্তিতে রাজি হয়েছেন মেসি।

২০২১ পর্যন্ত ন্যু ক্যাম্পে নিশ্চিত আর্জেন্টাইন আইকন। এক বছরের বিকল্পও রাখা হয়েছে। রিলিজ ক্লজ ধরা হয়েছে ৩০০ মিলিয়ন ইউরো। টাকার অঙ্কে প্রায় ৩ হাজার কোটি! মেসিকে দলে টানতে হলে আগ্রহী ক্লাবগুলোকে আকাশছোঁয়া ট্রান্সফার ফি’র রেকর্ড গড়তে হবে।

প্রিয় ছাত্রের কথা বলতে গিয়ে গার্দিওলা জানান, ‘আমার দেখা সেরা খেলোয়াড় মেসি। তার সবচেয়ে ভালো দিক হলো, সে কী করছে সেটা ব্যাপার না। বরং সে যা করে, সেটাকেই খুব সহজ মনে হয়। সে তিন বা চারজনকে ড্রিবল করে বেরিয়ে যেতে পারে। এই ক্ষমতা তাকে সেরা বানায়নি। সে এ কাজে বিশ্বের অন্য সবার চেয়ে ভালো। এটাই তাকে শ্রেষ্ঠত্ব এনে দিয়েছে। ’

সাবেক ক্লাব নিয়ে ৪৬ বছর বয়সী গার্দিওলা বলেন, ‘লুইস এনরিক কোচ হিসেবে দারুণ করেছেন। তার সময়ে ছেলেরা ভালো করেছে। এখন তো তারা প্রায় অপ্রতিরোধ্য। দুর্দান্ত ফুটবল খেলছে বার্সা। বর্তমান দলটিকে আগের বার্সার চেয়ে অনেক ভালো মনে হয়। ’

বার্সার নতুন কোচ আরনেস্টো ভালভার্দেকে নিয়েও কথা বলেন গার্দিওলা, ‘আমার মনে হয় তার অধীনে ছেলেরা বেশ ভালোই করবে। তার মতো কোচই দরকার ছিল। তার অধীনে পরের মৌসুমে বার্সার সব সম্ভাব্য শিরোপা জেতার ক্ষমতা আছে। অভিজ্ঞ আরনেস্টো ক্লাবের সবকিছুই বুঝবে। বার্সাকে সে আরও অপ্রতিরোধ্য করেই এগুবে। কারণ, তার হাতে আছে মেসির মতো অস্ত্র। ’

দীর্ঘদিনের বান্ধবী আন্তোনেল্লা রোকুজ্জোর সঙ্গে বিয়ের পর এখন হানিমুনে সময়টা উপভোগ করছেন মেসি। আগামী সপ্তাহে কাতালান রাজধানীতে ফিরেই নতুন চুক্তিপত্রে সই করবেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী। বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া খেলোয়াড় হবেন তিনি। ট্যাক্স পরিশোধের পর বাৎসরিক বেতন দাঁড়াবে ২২ মিলিয়ন ইউরোর বেশি।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, ০৬ জুলাই ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।