ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

হলুদ জার্সিতে বাবার পথেই রোনাল্ডো লিমা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৮ ঘণ্টা, জুলাই ৮, ২০১৭
হলুদ জার্সিতে বাবার পথেই রোনাল্ডো লিমা ‘দ্য ফেনোমেনোন’ ব্রাজিলের কিংবদন্তি রোনাল্ডো

‘দ্য ফেনোমেনোন’ বলতে বিশ্ব ফুটবলে এক নামেই পরিচিত ব্রাজিলের কিংবদন্তি রোনাল্ডো। তারই ছেলে এবার ‍সুযোগ পেয়েছেন ব্রাজিলের বয়সভিত্তিক দলে। অনূর্ধ্ব-১৮ ব্রাজিল দলে ডাক পড়েছে রোনাল্ডো জুনিয়রের।

ছেলে রোনাল্ডো লিমার সুযোগকে বিশ্ব ফুটবল দেখছে আরেক রোনাল্ডোর পাইপলাইন হিসেবে। সিনিয়র রোনাল্ডো ছেলের এমন সুযোগকে অভিনন্দন জানিয়েছেন।

রিয়াল মাদ্রিদের সাবেক তারকা রোনাল্ডোর বড় ছেলে লিমা। চলতি বছর ইসরায়েলে ম্যাক্কাবিয়াহ গেমসে ব্রাজিল অনূর্ধ্ব-১৮ দলের প্রতিনিধিত্ব করবেন লিমা।

খেলোয়াড় থাকা অবস্থায় রোনাল্ডো ছিলেন প্রতিপক্ষের রক্ষণভাগের আতঙ্ক। ব্রাজিলের জার্সিতে বিশ্বকাপের আসরে ১৫টি গোল করে তিনি নিজেকে নিয়ে গেছেন অন্য এক উচ্চতায়। তিনি মাত্র ২০ বছর বয়সে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে জিতেছেন ফিফা বর্ষসেরার খেতাব। রিয়াল মাদ্রিদের পাশাপাশি রোনাল্ডো খেলেছেন বার্সেলোনায়। খেলেছেন ইন্টার মিলান ও এসি মিলানেও।

মাত্র ১৭ বছর বয়সে ১৯৯৪ সালে জাতীয় দলের হয়ে অভিষেক হয় রোনাল্ডোর। তবে ১৯৯৮-এর ফ্রান্স বিশ্বকাপেই পরিপূর্ণ ফুটবলার হিসেবে পরিচিতি বাড়ে। লিমার বয়স এখন ১৭। বাবার পথেই হাঁটছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৩৩৬ ঘণ্টা, ০৮ জুলাই ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।