বিশ্ব ফুটবলের নক্ষত্ররা ছাড়াও মেসির বিয়ের সাক্ষী থাকতে উপস্থিত ছিলেন বিভিন্ন জগতের তারকারা। মোট ২৬০ জন অতিথি নিমন্ত্রিত ছিলেন এই বিয়ের আসরে।
এই বিয়েতে উপস্থিত ছিলেন স্যামুয়েল ইতো, জাভি হার্নান্দেজ, কার্লোস পুয়োল, লুইস সুয়ারেজ, নেইমার, সার্জিও বুসকেটস আর জেরার্ড পিকেরা। নিমন্ত্রণ পেলেও সেখানে যাননি মেসির ক্লাব সতীর্থ আন্দ্রেস ইনিয়েস্তা, ব্রাজিলের রোনালদিনহো, বার্সার গোলরক্ষক মার্ক টার স্টেগেন, মেসির ক্লাব সতীর্থ আন্দ্রে গোমেজ, ডেনিস সুয়ারেজ, ইভান রেকিটিক, সার্জি রবার্তো, আরদা তুরান, প্যাকো আলকাসের এবং স্যামুয়েল উমতিতি।
জানা যায়, নতুন সন্তানের আগমনে মেসির বিয়েতে উপস্থিত ছিলেন না ইনিয়েস্তা। রোনালদিনহো ইভেন্ট নিয়ে ব্যস্ত থাকায় তিনিও যাননি এই বিয়েতে। ফিফা কনফেডারেশন্স কাপে খেলা থাকায় টার স্টেগেন, আন্দ্রে গোমেজরা বিয়েতে ছিলেন না। অনূর্ধ্ব-২১ ইউরো খেলা থাকায় বিয়েতে ছিলেন না ডেনিস সুয়ারেজ।
তবে, ঠিক কি কারণে রেকিটিক, রবার্তো, তুরান, আলকাসের, উমতিতি ছিলেন না তা জানা যায়নি।
রোজারিওর সিটি সেন্টার ক্যাসিনোকে সাড়ে চারশ পুলিশ, গোয়েন্দা কর্মকর্তা নজিরবিহীন নিরাপত্তা দেয়। মেসির বিয়েতে যোগ দিতে তারকারা আসেন ব্যক্তিগত বিমানে। ৭০ জন হেয়ারস্টাইলিস্ট ছিলেন অতিথিদের সাজ পোশাক সামলাতে। এ জন্যই হয়তো মেসির বিয়েকে বলা হচ্ছে ‘শতাব্দীর সেরা বিয়ে’।
বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ১০ জুলাই ২০১৭
এমআরপি