ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

নতুন মৌসুমে মিডফিল্ডার মেসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৮ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৭
নতুন মৌসুমে মিডফিল্ডার মেসি ছবি: সংগৃহীত

পজিশন বদলে ২০১৭-১৮ মৌসুমে আরো নিচে নেমে খেলতে পারেন লিওনেল মেসি। যদি সেন্ট্রাল ভূমিকায় রূপান্তরিত হন তাতেও বার্সেলোনা মানিয়ে নিতে পারবে বলে বিশ্বাস জেরার্ড পিকের। দলে এর সম্ভাব্য কার্যকারিতা নিয়ে কোনো সংশয়ই দেখছেন না মেসির দীর্ঘদিনের ক্লাব সতীর্থ।

ফুটবল বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ‘গোল ডট কম’ এক প্রতিবেদনে বলছে, ৩-৪-৩ ফর্মেশন বেছে নিতে পারেন নতুন কোচ আর্নেস্টো ভালভার্ডে। সেক্ষেত্রে মিডফিল্ড প্লে-মেকার হিসেবে খেলবেন মেসি।

পিকে নিশ্চিত, বার্সা মসৃণভাবেই এই পরিবর্তন করতে সক্ষম। আক্রমণভাগের রাইট উইংয়ে মেসির জায়গায় খেলতে পারেন সামার সাইনিং জেরার্ড ডেউলোফেউ। বার্সাতেই এই উঠতি উইঙ্গারের ফুটবলের হাতেখড়ি। মাঝে বিভিন্ন এভারটন, সেভিয়া ও এসি মিলানে খেলেছিলেন।

পিকের ভাষ্যমতে, ‘আমাদের বয়স বাড়ছে এবং শারীরিক কোয়ালিটি নিচের দিকে যাচ্ছে, সময়ের পালাক্রমে এটা প্রত্যেক খেলোয়াড়ের বেলায় ঘটে। অন্যদের চেয়ে এই খেলোয়াড়রা তা অনেক বেশি অনুভব করে। কিন্তু আমরা সবাই খেলার ধরনে মানিয়ে নিতে চেষ্টা করবো। ’

‘রাকুটেন’ স্পন্সরশিপ ইভেন্টে পিকের সঙ্গে উপস্থিত ছিলেন আরদা তুরান ও নেইমার। নতুন কোচের অধীনে সাফল্য পাওয়ার ব্যাপারে তিনজনই আত্মবিশ্বাসী। তুরান বলেন, ‘অ্যাথলেতিক বিলবাওয়ের কোচ থাকাকালে আমি তাকে স্মরণ করেছি, তার ভালো বৈশিষ্ট্য রয়েছে, তার অধীনে বিলবাও আমাদের বিপক্ষে ভালো খেলতো এবং একটি শক্তিশালী টিম ছিল। আমি জানি তিনি একজন ভালো ট্রেইনার এবং এখন আমরা তাকে শীর্ষ লেভেলে দেখছি’

ভালভার্ডেকে নিয়ে নেইমারের অভিমত, ‘আমি আরদার (তুরান) সঙ্গে একমত। কিন্তু ব্যক্তিগতভাবে আমি নতুন কোচকে জানি না। তবে তাকে নিয়ে অনেক ভালো কিছু শুনেছি। ’

পিকে জোর দিয়ে বলছেন খেলোয়াড়ী জীবনে বার্সায় খেলার স্মতি ভালভার্ডেকে ভালো অবস্থানে দাঁড় করাবেন, ‘সংকুচিত ক্যারিয়ার নিয়ে তিনি একজন কোচ। স্প্যানিশ চ্যাম্পিয়নশিপে অনেক টিমের সঙ্গে কাজ করেছেন। বার্সার খেলোয়াড় ছিলেন এবং আমি মনে করি এখানে কোচ হিসেবে সাফল্যের সম্ভাব্য সব গুণাবলী তার মধ্যে রয়েছে। ’

বাংলাদেশ সময়: ১০১৮ ঘণ্টা, ১৩ জুলাই, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।