আগামী ১৩ আগস্ট কোপা দেল জয়ী বার্সার মাঠ ন্যু ক্যাম্পে প্রথম লেগ অনুষ্ঠিত হবে। তিনদিন পর লা লিগা চ্যাম্পিয়ন রিয়ালের হোম ভেন্যু সান্তিয়াগো বার্নাব্যুতে শিরোপা নির্ধারণী ফিরতি পর্বের ম্যাচ উপভোগ করবেন দর্শকরা।
সুপার কাপের আগেই একে অপরকে চ্যালেঞ্জ জানাতে মুখিয়ে আছে দুই স্প্যানিশ জায়ান্ট। যুক্তরাষ্ট্রে প্রাক মৌসুমের প্রীতি টুর্নামেন্ট ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপে (আইসিসি) মুখোমুখি হবে রিয়াল-বার্সা।
আগামী ৩০ জুলাই হাইভোল্টেজ ম্যাচটি মাঠে গড়াবে। ফ্লোরিডার সান লাইফ স্টেডিয়ামে খেলা শুরু বাংলাদেশ সময় সকাল ৬টা পাঁচ মিনিটে। অর্থাৎ, তিন সপ্তাহের মধ্যে তিনটি ‘এল ক্লাসিকো’র সাক্ষী হবে ফুটবল বিশ্ব।
আগের মৌসুমের লিগ চ্যাম্পিয়ন ও কোপা দেল রে বিজয়ীদের মধ্যে হয় স্প্যানিশ সুপার কাপের মহারণ। এদিকে, ২০১৬-১৭ লা লিগা সিজন শুরুর তারিখ ঘোষণা করা হয়েছে। আগস্টের তৃতীয় সপ্তাহে নতুন মৌসুমের পর্দা উঠবে। শেষ হবে ২০১৮ সালের ২০ মে। এখনো পূর্ণাঙ্গ ম্যাচ সূচির সিদ্ধান্ত হয়নি।
২০১৮ কোপা দেল রে ফাইনালের দিনক্ষণ ২১ এপ্রিল অস্থায়ীভাবে চূড়ান্ত। তবে এতে পরিবর্তন এলে অবাক হওয়ার কিছু থাকবে না। কারণ পরদিনই লা লিগার পূর্ণাঙ্গ ম্যাচ সূচি রয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, ১৪ জুলাই, ২০১৭
এমআরএম