মিশিগানের কমেরিকা পার্কে ১-১ সমতায় নব্বই মিনিটের খেলা শেষ হয়। আলভেসের স্বদেশী ডিফেন্ডার মারকুইনহোসের গোলে প্রথমার্ধে লিড নেয় পিএসজি।
শুরুর একাদশে নেমে ৬৯ মিনিটে মাঠ ছাড়েন আলভেস। জয় দিয়েই পিএসজি অধ্যায় শুরু হলো এ ব্রাজিলিয়ানের। গত সপ্তাহে ফ্রেঞ্চ চ্যাম্পিয়নদের সঙ্গে দু’বছরের চুক্তিতে সই করেন ৩৪ বছর বয়সী এ অভিজ্ঞ রাইটব্যাক।
এর আগে জুভেন্টাস থেকে সাবেক কোচ পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার জোরালো সম্ভাবনা ছিল। কিন্তু শেষ পর্যন্ত লোভনীয় প্রস্তাবে পিএসজিকে বেছে নেন সাবেক বার্সেলোনা তারকা।
পরবর্তী ম্যাচে টটেনহামের মুখোমুখি হবে আলভেসের পিএসজি। রোববার (২৩ জুলাই) ফ্লোরিডার অরল্যান্ডোতে ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। খেলা শুরু বাংলাদেশ সময় সকাল ৬টা পাঁচ মিনিটে।
বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, ২০ জুলাই, ২০১৭
এমআরএম