ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

প্রথম ম্যাচেই জুভেন্টাসকে পাচ্ছে বার্সা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৫ ঘণ্টা, জুলাই ২০, ২০১৭
প্রথম ম্যাচেই জুভেন্টাসকে পাচ্ছে বার্সা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের পর আবারো জুভেন্টাসে মুখোমুখি মেসি-নেইমার-সুয়ারেজরা/ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে বাদ পড়ার দুঃস্মৃতি লাঘবের উপলক্ষ পাচ্ছে বার্সেলোনা! প্রাক মৌসুমের প্রীতি টুর্নামেন্ট ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপে (আইসিসি) নিজেদের প্রথম ম্যাচেই জুভেন্টাসের মুখোমুখি স্প্যানিশ জায়ান্টরা।

গত এপ্রিলে জুভিদের কাছে হেরে ইউরোপ শ্রেষ্ঠত্বের আসরের শেষ আট থেকে বিদায় নেয় বার্সা। তুরিনে ৩-০ গোলে বিধ্বস্ত হওয়ার পর ন্যু ক্যাম্পে ফিরতে পর্বের ম্যাচে সমর্থকদের হতাশই করেন মেসি-নেইমার-সুয়ারেজরা।

ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জে গোলশূন্য ড্রয়ের হতাশায় ডোবে কাতালানরা।

প্রতিযোগিতামূলক অফিসিয়াল ম্যাচ না হলেও জুভিদের বিপক্ষে নিশ্চয়ই প্রতিশোধ নিতে চাইবে বার্সা শিবির। আইসিসি ইভেন্টে অংশ নিতে ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রে পৌঁছেছে আর্নেস্টো ভালভার্ডের শিষ্যরা।

আগামী রোববার (২৩ জুলাই) নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে বার্সা-জুভেন্টাস হাইভোল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত হবে। খেলা শুরু বাংলাদেশ সময় ভোর ৪টা পাঁচ মিনিটে।

নুতন মৌসুম সামনে রেখে নিজেদের ঝালিয়ে নিতে আইসিসি আসরে ইউরোপিয়ান ক্লাবগুলো। চীন ও সিঙ্গাপুরের তুলনায় যুক্তরাষ্ট্র এডিশন সবচেয়ে জমজমাট। যেখানে মোট আটটি দল অংশ নিয়েছে। প্রতিটি টিম তিনটি করে ম্যাচ খেলবে। শিরোপা লড়াইয়ে থাকতে হবে পয়েন্ট টেবিলের শীর্ষে।

বাকি দুই ম্যাচে বার্সার প্রতিপক্ষ ম্যানচেস্টার ইউনাইটেড ও চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। জুভিদের সামনে পিএসজি ও রোমা।

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, ২০ জুলাই, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।