এ সময় উপস্থিত ছিলেন বার্সার সভাপতি জোসেফ বার্তেমিউ।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমে জানানো হয়েছে, নিউইয়র্কের ৪২ নম্বর রোডে স্থানীয় সময় দুপুর ১২টায় প্রায় ৪ হাজার বার্সা সমর্থক মিলিত হয়েছিলেন।
মিলিতরা এক ঘন্টা অপেক্ষার পর তৈরি করে বার্সার এই জায়ান্ট জার্সি। ক্লাবের সভাপতি পৌঁছানোর পরই বার্সার মানব জার্সি তৈরির আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়। বার্সা সভাপতি ছাড়াও থিয়েরি অরি, জুলিয়ানো বেলেত্তি এবং বার্সার নতুন জার্সির স্পন্সর প্রতিষ্ঠানের সভাপতি উপস্থিত ছিলেন। পরে তারা নিউইয়র্ক মেয়র বিল ডি ব্লাসিউর সঙ্গে সাক্ষাৎ করেন।
আয়োজকদের দাবী, এটা বিশ্ব রেকর্ড। তবে গিনেসের প্রতিনিধি জানান, ২০১৫ সালে বাগদাদে ৪ হাজার ২০০ জন জার্সি পরিহিত অবস্থায় রেকর্ড গড়েছিলেন।
বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, ২৩ জুলাই ২০১৭
এমআরপি