প্রস্তুতিমূলক টুর্নামেন্ট ইন্টারন্যাশন্যাল চ্যাম্পিয়নস কাপে রিয়াল ও বার্সা দু’দলই এখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছে। যেখানে আবার জায়ান্ট দুটি দল মুখোমুখি হবে।
প্রাক মৌসুমে স্প্যানিশ সেরারা মোট চারটি করে ম্যাচ খেলবে। যেখানে ইতোমধ্যে কাতালানরা ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্টাসের বিপক্ষে একটি ম্যাচ খেলে ফেলেছে। ব্রাজিলিয়ান তারকা নেইমারের জোড়া গোলে ২-১ ব্যবধানে জয়ও পায় আর্নেস্টো ভালভার্ডের শিষ্যরা।
অপরদিকে প্রস্তুতির শুরুটা ভালো হয়নি জিনেদিন জিদানের শিষ্যদের। ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে টাইব্রেকারে হেরেছে গত মৌসুমে ডাবল জেতা রিয়াল।
এদিকে বার্সা নিজেদের পরবর্তী ম্যাচ খেলবে ২৬ জুলাই ম্যানইউ’র বিপক্ষে ল্যান্ডওভারে ফেডএক্স ফিল্ডে। ম্যাচটি স্থানীয় সময় সন্ধ্যা সাতটা ৩৫মিনিটে শুরু হবে। এছাড়া যুক্তরাষ্ট্রে নিজেদের শেষ ম্যাচে ২৯ জুলাই রিয়ালের বিপক্ষে মিয়ামি গার্ডেনসে হার্ড রক স্টেডিয়ামে খেলবে। ম্যাচটি অনুষ্ঠিত হবে সন্ধ্যা সাতটা ৩০ মিনিটে।
নিজেদের শেষ প্রস্তুতিমূলক ম্যাচে বার্সা অবশ্য খেলবে ঘরের মাঠ ক্যাম্প ন্যু’তে। ৭ আগস্ট স্থানীয় সময় আটটা ৩০ মিনিটে এবার প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে ব্রাজিলের নিচের সারির দল শাপেকোয়েন্স। গত বছরের শেষ দিকে এই ক্লাবের ফুটবলার ও কর্মকর্তা সহ ৭১জন প্লেন দুর্ঘটনায় নিহত হন।
২৬ জুলাই নিজেদের পরবর্তী ম্যাচ খেলবে রিয়াল। লস অ্যাঞ্জেলসের, লস অ্যাঞ্জেলস মেমোরিয়াল কোলিসেউমে তাদের প্রতিপক্ষ আরেক ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি। রাত আটটায় ম্যাচটি শুরু হবে। এরপর এল ক্লাসিকোর পর ২ আগস্ট নিজেদের শেষ ম্যাচ খেলবে গ্যালাকটিকোরা। শিকাগোর সোলজার ফিল্ডে যুক্তরাষ্ট্রের ক্লাব ফুটবল থেকে এমএলএস অল-স্টারসের বিপক্ষে খেলবে, ম্যাচটি রাত নয়টায় শুরু হবে।
বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, ২৪ জুলাই, ২০১৭
এমএমএস