লিভারপুল কোচ ইয়র্গেন ক্লপ বার্সাকে সতর্ক করে জানান, কাতালানরা তাদের সময় অপচয় করছে। কেননা কুতিনহোকে ছাড়ছে না তারা।
এ নিয়ে আবারও মুখ খুললেন জার্মান নাগরিক ক্লপ। মিউনিখে এক সংবাদ সম্মেলনে আগের কথার পুনরাবৃত্তি করে তিনি বলেন, ‘সে (কুতিনহো) বিক্রির জন্য নয়। এই ‘না’ কথার অন্য কোনো ব্যাখ্যা নেই। এটা নতুন কিছু নয়। ’
এদিকে, কুতিনহোকে না পেলে আরও বিকল্পও ভেবে রেখেছে বার্সা। আর্সেনালের জার্মান সেনসেশন মেসুত ওজিলের ওপর চোখ রাখছে কাতালানরা। এক সময় যিনি খেলেছিলেন চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদে (২০১০১-১৩)।
বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, ০১ আগস্ট, ২০১৭
এমএমএস