বললেন, ‘তোমার সঙ্গে এতোগুলো বছর কাটাতে পারা আমার জন্য অনেক আনন্দের ছিল বন্ধু, নেইমার। তোমার জীবনের পরবর্তী পর্যায়ের জন্য অনেক অনেক শুভকামনা।
বুধবার (২ আগস্ট) কাতালান ক্লাবটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নেইমারের বিদায়ের খবর জানানোর পর তার সঙ্গে ফ্রেমবন্দি দারুণ মুহূর্তগুলো একটি ভিডিও আকারে পোস্ট করে এমন লেখাই লেখেন এমএলটেন।
নেইমার পিএসজিতে যাচ্ছেন। কাতারের ধনকুবেরের মালিকানাধীন ফরাসি ক্লাবটি বিপুল অংকের অর্থ ঢেলে নেইমারকে বাগিয়ে নিচ্ছে। এতে ফরাসি লিগে আকর্ষণ বাড়লেও ‘এমএসএন’ (মেসি-সুয়াজের-নেইমার) জুটি ভেঙে স্প্যানিশ লা লিগারই আকর্ষণে ক্ষত লাগছে বলে মনে করা হচ্ছে।
এই ক্ষত যে বার্সেলোনাকেই বেশি পোড়াবে তা বলাই যায়। আক্রমণ-শিল্পের এই ক্ষত কি আসলে ফুটবলপ্রেমীদেরও পোড়াবে না?
বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, আগস্ট ০২, ২০১৭
এইচএ
** পিএসজিতে নেইমারের বেতন ২৮৬ কোটি!
** বার্সাকে বিদায় বলে দিচ্ছেন নেইমার
** কেন পিএসজিতে যাচ্ছেন নেইমার?
** বার্সার সতীর্থদের ‘গুডবাই’ বলে দিলেন নেইমার