ঢাকা, সোমবার, ২১ আশ্বিন ১৪৩২, ০৬ অক্টোবর ২০২৫, ১৩ রবিউস সানি ১৪৪৭

ফুটবল

লিভারপুলকে হারিয়ে অডি কাপ অ্যাতলেটিকোর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:৩০, আগস্ট ৩, ২০১৭
লিভারপুলকে হারিয়ে অডি কাপ অ্যাতলেটিকোর ছবি:সংগৃহীত

টাইব্রেকারে লিভারপুলকে হারিয়ে অডি কাপের শিরোপা ঘরে তুললো অ্যাতলেটিকো মাদ্রিদ। ম্যাচের নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতা থাকায় ম্যাচটি গড়ায় টাইব্রেকারে। পরে পেনাল্টি শুট আউটে ৫-৪ ব্যবধানে জয় পায় দিয়েগো সিমিওনের শিষ্যরা।

অ্যালিয়াঞ্জ অ্যারিনায় ম্যাচের ৩৩ মিনিটে অ্যাতলেটিকোর বারে দলের হয়ে লিড নেন। তবে দ্বিতীয়ার্ধের শেষ দিকে রবার্ট ফিরমিনহো গোল করলে সমতা পায় লিভারপুল।

ম্যাচটি টাইব্রেকারে গড়ালে ইংলিশ জায়ান্ট লিভারপুলের হয়ে দ্বিতীয় শটটি মিস করেন জর্ডান হেন্ডারসন। তবে অ্যাতলেটিকোর গ্রিজম্যান, তোরেস, গাবি, গাইতান ও ফিলিপ লুইস গোল করলে জয় নিশ্চিত হয় স্প্যানিশ জায়ান্টদের।

মূল মৌসুম শুরুর আগে প্রাক মৌসুমে এই টুর্নামেন্টের আয়োজন করে জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। এর আগের তিন আসরে চ্যাম্পিয়নও তারা। তবে এবার ফাইনালে খেলা লিভারপুলের কাছে হেরেই আসর থেকে বিদায় নিল কার্লো আনচেলত্তির শিষ্যরা।

বাংলাদেশ সময়: ১২২৯ ঘণ্টা, ০৩ আগস্ট, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।