বুরশিয়াকে হারিয়ে সুপারকাপ বায়ার্নের-ছবি:সংগৃহীত
টাইব্রেকারে চিরপ্রতিদ্বন্দ্বী বুরুশিয়া ডর্টমুন্ডকে হারিয়ে ডিএফএল-সুপারকাপের শিরোপা জিতলো বায়ার্ন মিউনিখ। ম্যাচের নির্ধারিত সময়ে ২-২ গোলে সমতা থাকলে রেফারি টাইব্রেকারের বাশি বাজান। পরে ৫-৪ ব্যবধানে জয় তুলে নেয় কার্লো আনচেলত্তির শিষ্যরা।
সিগনাল ইদুনা পার্কে ম্যাচে প্রথমে লিড নেয় বুরুশিয়া। পুলিসিকের ১২ মিনিটের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা।
তবে ছয় মিনিট পরেই রবার্ট লেভান্ডভস্কির গোলে সমতা পায় বায়ার্ন। পরে ১-১ গোলে সমতা নিয়ে বিরতিতে যায় দু’দল।
দ্বিতীয়ার্ধে ফের লিড পায় বুরুশিয়া। এবার দলের সেরা তারকা পিয়েরে আয়ুবামেয়াং ৭১ মিনিটে গোলে করেন। তবে ম্যাচের নির্ধারিত সময়ের দুই মিনিট আগে বায়ার্নের হয়ে বুরিকি গোল করলে ম্যাচটি শেষ পর্যন্ত টাইব্রেকারে গড়ায়।
টাইব্রেকারে বায়ার্ন সবকটি শটে সফল হলেও বুরুশিয়া একটি শট মিস করে। ফলে জয় নিয়েই মাঠ ছাড়ে বায়ার্ন।
বাংলাদেশ সময়: ০৯৩৫ ঘণ্টা, ০৬ আগস্ট, ২০১৭
এমএমএস
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।