ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

দিবালার হ্যাটট্রিকে জুভিদের ঘুরে দাঁড়ানো জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৭ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৭
দিবালার হ্যাটট্রিকে জুভিদের ঘুরে দাঁড়ানো জয় ছবি: সংগৃহীত

ইতালিয়ান লিগে প্রথম হ্যাটট্রিকের স্বাদ পেলেন পাওলো দিবালা। আর্জেন্টাইন তারকার নৈপুণ্যে জেনোয়ার মাঠে সাত মিনিটেই দুই গোলে পিছিয়ে পড়া জুভেন্টাস ৪-২ ব্যবধানের জয় তুলে নেয়।

জয়ের ধারা বজায় রেখে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। কাগলিয়ারির বিপক্ষে তুরিনে অনুষ্ঠিত মৌসুমের প্রথম লিগ ম্যাচটিতেও (৩-০) গোল করেছিলেন হ্যাটট্রিক হিরো দিবালা।

খেলার প্রথম মিনিটেই মিডফিল্ডার মিরালেম পিজানিকের আত্মঘাতী গোলের ধাক্কা খায় জুভিরা। কিছু পরেই স্বাগতিকদের হয়ে ব্যবধান দ্বিগুন করেন ফরোয়ার্ড আন্দ্রে গালাবিনোভ। ১৪ মিনিটের মাথায় একটি গোল পরিশোধ করেন দিবালা।

.এরপর প্রথমার্ধের যোগ করা সময়ে পেনাল্টি থেকে দলকে সমতায় ফেরান ১০ নম্বর জার্সিধারী। ৬২ মিনিটে স্কোরশিটে নাম লেখান হুয়ান কুয়াদরাদো। দুই গোলে পিছিয়ে থেকেও ঘুরে দাঁড়িয়ে স্কোরলাইন পরিণত হয় ৩-২।

ইনজুরি সময়ে হ্যাটট্রিক উল্লাসে মাতেন ২৩ বছর বয়সী দিবালা। প্রতিভাবান এ ফরোয়ার্ডের দুর্দান্ত পারফরম্যান্সেই অ্যাওয়ে ম্যাচে পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রির শিষ্যরা।

.এদিকে, ইন্টার মিলানের জার্সিতে টানা দুই ম্যাচে জোড়া গোল উপহার দিয়েছেন আরেক আর্জেন্টাইন ফরোয়ার্ড মাউরো ইকার্দি। সান সিরোতে ফিওরেন্তিনাকে ৩-০ ব্যবধানে হারানোর পর এবার রোমাকে তাদের ‍মাঠেই ৩-১ গোলের লজ্জায় ডুবিয়েছে তারা।

বাংলাদেশ সময়: ০২৩৫ ঘণ্টা, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।