ভারতের দিল্লিতে অনুষ্ঠিত ৫৮তম সুব্রত মুখার্জী কাপ আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা-২০১৭ তে বিকেএসপির কিশোর ফুটবলাররা প্রতিপক্ষের উপর সম্পূর্ণ প্রাধান্য বিস্তার করে প্রথমার্ধে ৪ গোল ও দ্বিতীয়ার্ধে ৩ গোল করে পূর্ণ পয়েন্ট নিয়ে খেলা শেষ করে।
খেলায় শুভ সরকার ৩টি গোল করে বিকেএসপির পক্ষে প্রথম হ্যাটট্রিক করার গৌরব অর্জন করেন।
সম্পূর্ন খেলায় বিকেএসপির ছন্দময় খেলা সকলের দৃষ্টি আকর্ষণ করে। বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ সামছুর রহমান দলের এ বিজয়ে সকলকে অভিনন্দন জানিয়েছেন।
বিকেএসপি তাদের গ্রুপের শেষ খেলায় লাক্সিদ্বীপ দলের বিপক্ষে খেলবে।
এবারের টুর্নামেন্টে মোট ৩২টি দল ৮টি গ্রুপে অংশ নেয়। পুল ‘এইচ’ এ বিকেএসপি ছাড়াও রয়েছে সিকিম, ডামান এ্যান্ড ডিউ ও লাক্সিদ্বীপ প্রদেশ। বিকেএসপি দলের ম্যানেজার ও কোচের দায়িত্বে আছেন যথাক্রমে হাসান আল মাসুদ ও মো: আব্দুল্লাহ জাহিদ। উল্লেখ্য, বিকেএসপি দলটি বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করছে।
বাংলাদেশ সময়: ২২২৫ ঘণ্টা, ৩০ আগস্ট ২০১৭
এমআরপি