ইংলিশদের চারটি গোলই আশে দ্বিতীয়ার্ধে। জোড়া গোল উপহার দেন হ্যারি কেন।
ডেনমার্কের কাছে অসহায় আত্মসমর্পণই করেছে পোল্যান্ড। দুই অর্ধে দু’টি করে গোল হজম করতে হয়। আগের ছয় ম্যাচেই গোল করা লেভানডফস্কির দৌড় থামলো দলের হতাশাজনক পারফরম্যান্সে। বাজেভাবে ম্যাচটি হারলেও ‘ই’ গ্রুপের শীর্ষেই অবস্থান করছে তারা। ৭ ম্যাচ শেষে ৫ জয় ও ১ হারে সংগ্রহ ১৬। সমান ১৩ পয়েন্ট নিয়ে যথাক্রমে দুইয়ে মন্টেনেগ্রো ও তৃতীয় স্থানে ডেনমার্ক। ছয় দলের গ্রুপপর্বে আর তিন করে ম্যাচ বাকি।
টানা সাত জয়ে বিশ্বকাপের মূল পর্বের টিকিট পাওয়ার আরও কাছে জার্মানি। পাঁচ পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় অবস্থানে নর্দার্ন আয়ারল্যান্ড (১৬)। ৯ পয়েন্টে তিনে চেক প্রজাতন্ত্র। ‘এফ’ গ্রুপের শীর্ষস্থান ইংল্যান্ডের দখলে। সাত ম্যাচ শেষে ১৭। ২ পয়েন্ট পিছিয়ে স্লোভাকিয়া। তিন নম্বরে থাকা স্কটল্যান্ডের সংগ্রহ ১১।
বাংলাদেশ সময়: ১১২৮ ঘণ্টা, ২ সেপ্টেম্বর, ২০১৭
এমআরএম