ঢাকা, রবিবার, ২৭ আশ্বিন ১৪৩২, ১২ অক্টোবর ২০২৫, ১৯ রবিউস সানি ১৪৪৭

ফুটবল

বার্সা ব্যর্থতায় মুখ খুললেন কুতিনহো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৩৪, সেপ্টেম্বর ১৭, ২০১৭
বার্সা ব্যর্থতায় মুখ খুললেন কুতিনহো ছবি: সংগৃহীত

লিভারপুল থেকে বার্সেলোনায় যোগ দিতে ব্যর্থতার পর প্রথমবারের মতো এ নিয়ে প্রকাশ্যে কথা বলেছেন ফিলিপ্পে কুতিনহো। ন্যু ক্যাম্পে পাড়ি জমাতে নিজের আগ্রহের বিষয়টি ব্যক্ত করেন ব্রাজিলিয়ান তারকা।

অ্যানফিল্ডে বার্নলির বিপক্ষে ১-১ গোলে ড্রয়ের পর ইএসপিএন ব্রাজিল’কে ২৫ বছর বয়সী কুতিনহো বলেন, ‘আমি একটি প্রফেশনাল ‍অফার পেয়েছিলাম। সবাই জানে পরিবার নিয়ে নতুন ঠিকানায় যেতে চেয়েছিলাম।

বার্সেলোনার মতো মর্যাদাপূর্ণ একটি ক্লাবের কাছ থেকে প্রস্তাব পাওয়াটা সম্মানজনক। ’

‘কিন্তু একইভাবে এখানে থাকতে পারাও সম্মানের, লিভারপুল একটি বড় ক্লাব এবং সারা বিশ্বে এটি সম্মানিত। এখন আমি এখানে, বরাবরের মতোই নিজের সেরাটা দিব। তাই এখন শুধুই সামনে তাকাতে চাই। ’-যোগ করেন কুতিনহো।

সামার ট্রান্সফার উইন্ডোতে কঠিন সময় পার করার প্রসঙ্গও তুলে ধরেন এ অ্যাটাকিং মিডফিল্ডার, ‘এটা আমার জন্য একটা কঠিন মাস ছিল কিন্তু এখন তা অতীত। আমার লক্ষ্য ভালো খেলা এবং দলকে সাহায্য করা। ফোকাসটা থাকবে লিভারপুল ও ব্রাজিল ন্যাশনাল টিমকে নিয়ে। ’

বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, ১৭ সেপ্টেম্বর, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।