ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ভারতকে কাঁপানো বাংলাদেশের সামনে মালদ্বীপ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৭
ভারতকে কাঁপানো বাংলাদেশের সামনে মালদ্বীপ ছবি: সংগৃহীত

দুর্দান্ত এক জয় দেশের রুগ্ন ফুটবলে বড় রকমের ঝাঁকুনি দেয়। যেটি ছিল বাংলাদেশ ফুটবল ইতিহাসের সেরা জয়। চলমান সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপের এবারের আসরে উদ্বোধনী ম্যাচে থিম্পুতে বাংলাদেশের কিশোররা ৪-৩ গোলে হারিয়ে দেয় ভারতের ছেলেদের। ভারতকে কাঁপিয়ে জয় ছিনিয়ে নেওয়া বাংলাদেশের এবারের টার্গেট মালদ্বীপ।

বুধবার (২০ সেপ্টেম্বর) নিজেদের দ্বিতীয় ম্যাচে মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ। চাংলিমিথাং মাঠে বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টায়।

আর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নেপালের বিপক্ষে খেলবে ২৫ সেপ্টেম্বর। তার দুদিন পর স্বাগতিক ভুটানের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচ খেলবে মাহবুব হোসেন রক্সির দল।

ভারতের বিপক্ষে অবিশ্বাস্য পারফর্মে বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ দল জয় তুলে নেয়। অনূর্ধ্ব-১৮ সাফের প্রথম দিনেই জমজমাট খেলা উপহার দেয় টাইগার যুবারা। বাংলাদেশ ৩-০ গোলে পিছিয়ে পরেও ভারতের বিপক্ষে ৪-৩ গোলে জিতেছে তরুণরা। প্রথমার্ধে ৩-০ গোলে পিছিয়ে পড়া বাংলাদেশ দ্বিতীয়ার্ধে ঘুড়ে দাঁড়ায়। রেফারির শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই ম্যাচ জিতে নেয় ৪-৩ গোলে।

বাংলাদেশের পক্ষে জোড়া গোল করেন জাফর ইকবাল। অন্য দুটি গোল করেন মোহাম্মদ সুফিল ও রহমত মিয়া।

প্রথমার্ধে বাংলাদেশের লজ্জাজনক হারের প্রতিচ্ছবি যারা দেখছিলেন, তাদের অবাক হতে হয় দ্বিতীয়ার্ধে যুবাদের পারফর্ম দেখে। দ্বিতীয়ার্ধে ভোজবাজির মতো পাল্টে যায় বাংলাদেশের পারফর্ম। মালদ্বীপ নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক ভুটানের কাছে হেরেছে ১-০ গোলে। বুধবার তাই বাংলাদেশের যুবারা মাঠে নামবে খোশ মেজাজেই।

বাংলাদেশ ও ভারত ছাড়াও দক্ষিণ এশিয়ার এ টুর্নামেন্টে অংশ নিয়েছে মালদ্বীপ, নেপাল ও স্বাগতি ভুটান। শ্রীলঙ্কা কয়েকদিন আগে নাম প্রত্যাহার করে নেয়ায় গ্রুপের পরিবর্তে খেলা হচ্ছে রাউন্ড রবীন লিগ পদ্ধতিতে। লিগ পর্বের খেলা শেষে সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দলটি হবে চ্যাম্পিয়ন।

বাংলাদেশের ম্যাচ:
২০ সেপ্টেম্বর: বাংলাদেশ-মালদ্বীপ
২৫ সেপ্টেম্বর: বাংলাদেশ-নেপাল
২৭ সেপ্টেম্বর: বাংলাদেশ-ভুটান

বাংলাদেশ সময়: ২১৩৬ ঘণ্টা, ১৯ সেপ্টেম্বর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।