ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ঘরের মাঠে মোনাকোর লজ্জার হার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৭
ঘরের মাঠে মোনাকোর লজ্জার হার

ঢাকা: ঘরের মাঠে খেলেও লজ্জা এড়াতে পারলো না মোনাকো! জয় দূরে থাক, সমতা নিয়েও মাঠ ছাড়তে পারেনি। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বের ম্যাচে পর্তুগিজ ক্লাব পোর্তোর কাছে ৩-০ গোলে হেরে গেছে রাদামেল ফ্যালকাওরা। পোর্তোর হয়ে জোড়া গোল করেছেন ভিনসেন্ট আবু বকর এবং অপর গোলটি এসেছে মিগুয়েল লাইয়ুর পা থেকে।

এর আগে বুধবার (২৭ সেপ্টেম্বর) মোনাকোতে সফরকারী হয়েও প্রথমার্ধের শুরু থেকেই স্বাগতিকদেরে ওপর প্রভাব বিস্তার করতে থাকে সফরকারী পোর্তো। আক্রমণ-পাল্টা আক্রমণে ব্যতিব্যস্ত করে তোলে স্বাগতিকদের রক্ষণভাগ।

ক্যাসিয়াসদের কাঁপন ধরানো এমনই এক আক্রমণের মুখে ৩১ মিনিটে ভিনসেন্ট আবু বকরের ডান পায়ের জোরালো শটের সামনে খেই হারান মোনাকে গোলরক্ষক। ব্যাস তাতেই ১-০-তে এগিয়ে যায় পোর্তো।
 
পোর্তোর দ্বিতীয় গোলটি আসে ৬৯ মিনিটে। এবারও গোলের নায়ক সেই আবু বকর। মুসা মারেগার এগিয়ে দেওয়া বলটি ডান পায়ের শটে জড়িয়ে দেন জালে।

আর সফরকারীদের তৃতীয় ও শেষ গোলটি আসে ম্যাচের নির্ধারিত সময় শেষের মাত্র এক মিনিট আগে। এবার অবশ্য গোলের নায়ক আবু বকর নন। মিগুয়েল লাইয়ু। তবে তাকে গোলটি পেতে সাহায্য করেছেন সেই মুসা মারেগা।  

বাংলাদেশ সময়: ০৭৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৭
এইচএল/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।