২ অক্টোবর কলকাতায় পা রাখার কথা ম্যারাডোনার। বারাসাতের আদিত্য স্পোর্টস একাডেমিতে ম্যাচটি অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছিল।
প্রথমে ১৯ সেপ্টেম্বর গাঙ্গুলির শহর কলকাতায় ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সেটি পিছিয়ে ২ অক্টোবর করা হয়। এরপর সেই তারিখও বদলে ফেলা হয়। ‘ঐক্যের জন্য ম্যাচ’ ট্যাগলাইনে আয়োজিত ম্যাচটি না হওয়ারই সম্ভাবনা প্রবল।
২০০৮ সালে ভারত সফর করেছিলেন ম্যারাডোনা। দ্বিতীয়বারের মতো কলকাতা সফর নিয়ে উচ্ছ্বসিত ছিলেন আর্জেন্টিনার ফুটবল ঈশ্বর। আগেই জানিয়েছেন ‘দাদা’ খ্যাত গাঙ্গুলির সঙ্গে খেলতে মুখিয়ে আছেন তিনি। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে ম্যারাডোনা লিখেছেন, ‘কলকাতার দর্শকদের ভালোবাসা ভুলিনি। ওই জায়গাটা সত্যিই খুব স্পেশাল। তাই কলকাতায় আসাটা সম্মানের। আমার কলকাতা সফর ও প্রিন্স অব কলকাতা ‘দাদা’-র সঙ্গে দেখা হতে আর কিছু দিন বাকি। কয়েক বছর আগে ওখানে আমি গিয়েছিলাম, অনেক ভালো স্মৃতি আছে সেখানে। ভারতের ভক্তরা অসাধারণ। ’
প্রদর্শনী এই ম্যাচে কলম্বিয়ার সাবেক তারকা কার্লোস ভালদেরামাও থাকার কথা ছিল। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ম্যারাডোনাকে বিশেষ সংবর্ধনা দেবেন বলে ভারতীয় মিডিয়া জানায়।
বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, ১ অক্টোবর ২০১৭
এমআরপি