ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

টানা দ্বিতীয় ম্যাচে সমর্থক পাচ্ছে না মেসি বাহিনী

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৫ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৭
টানা দ্বিতীয় ম্যাচে সমর্থক পাচ্ছে না মেসি বাহিনী ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক বিরতির পর আগামী ১৪ অক্টোবর আবারো মাঠে নামবে স্প্যানিশ জায়ান্টরা। লা লিগার গুরুত্বপূর্ণ এবং হাইভোল্টেজ ম্যাচে ১৫ অক্টোবর দিবাগত রাত পৌনে একটায় মাঠে নামবে বার্সেলোনা। কাতালানদের প্রতিপক্ষ আরেক জায়ান্ট ক্লাব অ্যাতলেতিকো মাদ্রিদ।

অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ওয়ান্ডা মেট্রোপলিটিনোতে লা লিগার অ্যাওয়ে ম্যাচ খেলবে বার্সা। ম্যাচটি দেখতে কোনো বার্সা সমর্থক যাবে না বলে জানানো হয়েছে।

এক বিবৃতিতে বার্সার ওয়েবসাইটে জানানো হয়, যৌক্তিক কারণে কোনো সমর্থক ছাড়াই ম্যাচে অংশ নেবে কাতালানরা। টানা দুই ম্যাচে তাতে কোনো বার্সা সমর্থক মেসি-সুয়ারেজদের খেলা মাঠে বসে উপভোগ করতে পারবেন না। গত লিগের ম্যাচে লাস পালমাসের বিপক্ষে দর্শকশূন্য স্টেডিয়ামে নিজেদের মাঠ ন্যু ক্যাম্পে নেমেছিল মেসি বাহিনী।

বার্সা এটাকে যৌক্তিক কোনো কারণ বললেও জানা যায়, অ্যাতলেতিকোর নবনির্মিত স্টেডিয়ামটিতে কাতালানদের চাহিদা মাফিক টিকিট প্রদানে অপারগতা প্রকাশ করার কারণেই তাদের সমর্থকরা সেখানে উপস্থিত থাকতে পারছেন না। তবে যে ৬২ জন সমর্থক ইতোমধ্যে টিকিট ক্রয় করেছেন তারা সেখানে উপস্থিত হতে পারবেন।

গত সপ্তাহে কাতালোনিয়া স্বাধীনের প্রশ্নে ঐতিহাসিক গণভোটের দিন স্টেডিয়ামের গেট বন্ধ রেখে লাস পালমাসের বিপক্ষে ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছিল বার্সা। এর মাধ্যমে বিশ্ব দরবারে কাতালোনিয়ার অবস্থা এবং দুর্দশার কথা তুলে ধরতে চেয়েছে বার্সা। কোনো নিরাপত্তা ঝুঁকির কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেও নিশ্চিত করেন ক্লাব প্রেসিডেন্ট বার্তোমেউ।

নিরুত্তাপ গ্যালারির সামনে নব্বই মিনিট পার করে দু’দল। প্রথমে ম্যাচ আয়োজন করতে চায়নি বার্সা। কিন্তু লা লিগার পক্ষ থেকে বলা হয় যদি তারা না খেলে তবে পূর্ণ তিন পয়েন্ট কেটে রাখা হবে। পরে পুরো গ্যালারি ফাঁকা রাখার সিদ্ধান্ত নেয় বার্সা বোর্ড। অর্থাৎ নিরাপত্তাজনিত উদ্বেগ নয়, স্পেনের স্বায়ত্তশাসিত অঞ্চল কাতালোনিয়াকে স্বাধীন রাষ্ট্র গঠনের দাবির পক্ষে সংহতি প্রকাশ ও বিশ্ববাসীকে সেই অবস্থান দেখানোর জন্যই ক্যাম্প ন্যু দর্শকশূন্য রাখে বার্সা।

সমর্থকদের অনুপস্থিতিতে লিওনেল মেসির জোড়া গোলে পালমাসকে ৩-০ ব্যবধানে হারিয়ে মাঠ ছাড়ে আর্নেস্টো ভালভার্ডের শিষ্যরা। লিগ শিরোপা পুনরুদ্ধারের মিশনে টানা সাত ম্যাচ জিতে উড়ছে কাতালানরা।

বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, ৬ অক্টোবর, ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।