‘জি’ গ্রুপে আলবেনিয়ার মুখোমুখি হয় স্পেন। আর এই জয়ে শীর্ষস্থান নিশ্চিত করে ৯ ম্যাচে ২৫ পয়েন্ট অর্জন করে লা রোজারা।
এদিন নিজেদের মাঠ স্তাদিও হোসে রিকো পেরেজে ম্যাচের ১৬ মিনিটে ইসকোর বাড়ানো বল বুক দিয়ে নামিয়ে কোনাকুনি শটে দলকে এগিয়ে দেন রদ্রিগো। ২৩তম মিনিটে রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার ইসকো নিজেই কোনাকুনি শটে বল জালে পাঠানোর তিন মিনিট পর হেডে ব্যবধান আরও বাড়ান থিয়াগো আলকান্ত্রা।
এদিকে গ্রুপের অন্য ম্যাচে দুর্বল মেসিডোনিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে ইতালি। খেলার ৪০ মিনিটে জিওর্জিও চিয়েল্লিনির গোলে এগিয়ে যায় চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে দ্বিতীয়ার্ধের ৭৭ মিনিটে গোল খেয়ে বসে। ২০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে সবশেষ ২০০৬ সালে বিশ্বকাপ জেতা ইতালি।
‘ডি’ গ্রুপে সার্বিয়া হেরে যায় অস্ট্রিয়ার কাছে তাদেরই মাঠে। ফলে সরাসরি বিশ্বকাপে ওঠার লড়াইটা জমে উঠেছে। ম্যাচটিতে ৩-২ গোলে হারা সার্বিয়ানদের পয়েন্ট ১৮।
এছাড়া জর্জিয়ার মাঠে ১-০ গোলে জেতা ওয়েলসের পয়েন্ট ১৭। সম্ভাবনা আছে মালডোভাকে ২-০ ব্যবধানে হারানো রিপাবলিক অব আয়ারল্যান্ডেরও। ১৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে তারা।
আগামী সোমবার কার্ডিফে গুরুত্বপূর্ণ শেষ রাউন্ডে মুখোমুখি লড়বে ওয়েলস ও আয়ারল্যান্ড। আর অন্তত গ্রুপের দ্বিতীয় স্থান নিশ্চিত হয়ে যাওয়া সার্বিয়ার শেষ প্রতিপক্ষ জর্জিয়া।
তুরস্কের মাঠে ৩-০ গোলে জিতে ’আই’ গ্রুপ থেকে সরাসরি বিশ্বকাপে খেলার সম্ভাবনা জোরালো করেছে আইসল্যান্ড। ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে তারা। ফিনল্যান্ডের সঙ্গে ঘরের মাঠে ১-১ গোলে ড্র করা ক্রোয়েশিয়া নেমে গেছে দুইয়ে, তাদের পয়েন্ট ১৭। অন্য ম্যাচে কসোভোকে ২-০ গোলে হারানো ইউক্রেনের পয়েন্টও ১৭; তবে গোল ব্যবধানে পিছিয়ে তারা। তুরস্কের পয়েন্ট ১৪।
ইউরোপ থেকে বাছাইপর্বের ৯ গ্রুপের সেরা ৯ দল সরাসরি বিশ্বকাপে খেলবে। বাকি সেরা আট রানার্সআপ খেলবে প্লে-অফ। তার মধ্যে থেকে চার দল পাবে রাশিয়া বিশ্বকাপে খেলার টিকিট।
বাংলাদেশ সময়: ১০০২ ঘণ্টা, ০৭ অক্টোবর, ২০১৭
এমএমএস