রোনালদো তার একাদশ বাছতে ক্লাব হিসেবে বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস ও মিলানকে গুরুত্ব দিয়েছেন। আর দেশ হিসেবে আছে আর্জেন্টিনা, ব্রাজিল, ইতালি ও ফ্রান্সের তারকারা।
সর্বোচ্চ চার জন আছেন ব্রাজিল থেকে। যেখানে ১-৪-৪-২ ফরম্যাশনে মূল স্ট্রাইকার হিসেবে রোনালদো নিজের সঙ্গে রেখেছেন নিজ দেশের সবচেয়ে বড় ব্যানার পেলেকে। আর উইঙ্গার হিসেবে আছেন দিয়েগো ম্যারাডোনা ও মেসি।
মাঝমাঠে বাঁদিকে আছেন রোনালদোর এক সময়ের রিয়াল সতীর্থ ও সেই দলটিরই বর্তমান কোচ জিনেদিন জিদান। ডানে রাখা হয়েছে ইতালিয়ান আন্দ্রে পিরলোকে।
রক্ষণভাগে আছেন রবার্টো কার্লোস, পাওলো মালদিনি, ফ্যাবিও ক্যানাভেরো ও কাফ। আর গোলরক্ষক হিসেবে আছেন ইতালি ও জুভেন্টাসের জীবন্ত কিংবদন্তি জিয়ানলুইজি বুফন।
বাংলাদেশ সময়: ১১৫৭ ঘণ্টা, ০৭ অক্টোবর, ২০১৭
এমএমএস