শনিবার রাতে প্রতিপক্ষের মাঠেই জয় তুলে নেয় ডিফেন্ডিং ইউরো চ্যাম্পিয়নরা। এদিন অবশ্য খেলার শুরুর একাদশে ছিলেন না রোনালদো।
ম্যাচের প্রথমার্ধটি ছিলো গোলশূন্য। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই রোনালদোকে নামান কোচ সান্তোস। ৬৩ মিনিটে বক্সের বাইরে থেকে ছয় গজ দূরে থাকতে বল নিয়ন্ত্রণে নিয়ে গোলটি করে দলকে এগিয়ে সিআর সেভেন। আর ৮৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে জয় নিশ্চিত করেন সিলভা।
জাতীয় দলের হয়ে ফর্মের তুঙ্গে রয়েছেন রিয়াল মাদ্রিদ তারকা রোনালদো। বাছাইপর্বে এ নিয়ে আট ম্যাচে ১৫ গোল করলেন তিনি। জাতীয় দলের হয়ে ১৪৫ ম্যাচে এটা তার ৭৯তম গোল।
নয় ম্যাচে আট জয়ে ২৪ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের দ্বিতীয় স্থানে আছে পর্তুগাল।
এদিকে শতভাগ জয়ের ধারা ধরে রেখেছে একই গ্রুপের শীর্ষে থাকা সুইজারল্যান্ড। হাঙ্গেরিকে ৫-২ গোলে হারিয়ে ২৭ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষস্থান ধরে রেখেছে সুইসরা।
আগামী মঙ্গলবার ঘরের মাঠে সুইজারল্যান্ডের বিপক্ষে মুখোমুখি হবে পর্তুগাল। সরাসরি বিশ্বকাপে উঠতে ওই ম্যাচে জয়ের বিকল্প নেই রোনালদোদের।
ইউরোপ থেকে বাছাইপর্বের নয় গ্রুপের সেরা নয় দল সরাসরি বিশ্বকাপে খেলবে। বাকি সেরা আট রানার্সআপ খেলবে প্লে-অফ। তার মধ্যে থেকে চার দল পাবে রাশিয়া বিশ্বকাপে খেলার টিকিট।
বাংলাদেশ সময়: ০৯১০ ঘণ্টা, ০৮ অক্টোবর, ২০১৭
এমএমএস