ফ্রান্সের ডাগআউটে ৯৮’র বিশ্বকাপ জয়ী জিদানের কোচ হওয়ার সম্ভাবনা দেখছেন রাফায়েল ভারান। প্রতিভাবান এ সেন্ট্রাল ডিফেন্ডার সাত মৌসুমে ধরে খেলছেন রিয়ালে।
সম্প্রতি এক ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে জিদানের ফ্রান্সের কোচ হওয়ার সম্ভাবনা নিয়ে প্রশ্নের মুখে ভারান বলেন, ‘জিদান? কেন নয়? তিনি কোচ হিসেবে তার কোয়ালিটি দেখিয়েছেন এবং একজন গ্রেট খেলোয়াড় ছিলেন। তিনি একজন সেরা কোচ, তাই কেন নয়?’
জিদানের সঙ্গে বর্তমান কোচ দিদিয়ের দেশমসের তুলনা টানেন ভারান, ‘তাদের দু’জনেরই কিছু মিল রয়েছে, তারা অনেক কিছু জিতেছেন, চমৎকার ক্যারিয়ার রয়েছে, তাদের অভিজ্ঞতা অনেক। গুরুত্বপূর্ণ ম্যাচ মোকাবিলার সময় দু’জনই শান্ত থাকেন। ’
বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ৮ অক্টোবর, ২০১৭
এমআরএম