বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে রোববার (৮ অক্টোবর) ম্যাচের শুরু থেকেই দুই দলের আক্রমণ ছিল চোখে পড়ার মতো। তবে, ফাঁকা গ্যালারিতে দর্শক নেই বলে এই ম্যাচের উত্তাপ দেখেনি কেউ।
সাইফের রহমত মিয়ার দুর্দান্ত থ্রো থেকে গোল আদায় করতে পারেননি বলের নাগাল না পাওয়া ভালেন্সিয়া। বিরতির আগে মতিন মিয়া খুব কাছে থেকে জোরালো শট নিয়েও চট্টগ্রাম আবাহনীর জালের দেখা পাননি।
দ্বিতীয়ার্ধেও সাইফের বিদেশি তারকা ভালেন্সিয়া ভালো কিছু সুযোগ কাজে লাগাতে পারেননি। ৮৮তম মিনিটে তার একটি জোরালো শট গোলরক্ষককে ফাঁকি দেওয়ার পর ক্রসবারে লেগে ফিরে আসে।
এখন পর্যন্ত না হারা চট্টগ্রাম আবাহনী ১০ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে। চতুর্থ স্থানে থাকা সাইফ স্পোর্টিংয়ের পয়েন্ট ১৯।
বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, ৮ অক্টোবর ২০১৭
এমআরপি