এ কথাগুলো বলার কারণ, ডি মারিয়ার কাছ থেকে এমন দুর্দান্ত পারফরম্যান্সই প্রত্যাশা করছেন বর্তমান কোচ জর্জ সাম্পাওলি। লিওনেল মেসির ওপর থেকে চাপ কমাতেও এটি ভীষণভাবে প্রয়োজন।
সাবেক রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেড তারকাকে ক্লাব ফুটবলে এ মৌসুমে মাত্র পাঁচটি ম্যাচে দেখা গেছে। কিন্তু তারপরও ২৯ বছর বয়সী ডি মারিয়ার ওপর পূর্ণ আস্থা রাখছেন সাম্পাওলি। চাপের মুখে সেরাটা উজাড় করে দেবেন বলে আত্মবিশ্বাসী তিনি।
বাছাইপর্বের শেষ ম্যাচে জয় পেলেই ২০১৮ ওয়ার্ল্ডকাপের দৌড়ে টিকে থাকবে পয়েন্ট টেবিলে ছয় নম্বরে নেমে যাওয়া আর্জেন্টিনা। ইকুয়েডরকে হারাতে না পারলে অন্য ম্যাচগুলোর ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে। মেসির বিশ্বকাপ স্বপ্ন বাঁচানোর ম্যাচ
শুধুমাত্র ডি মারিয়া নন, পুরো স্কোয়াডকে মেসির লেভেলে খেলার তাগিদ দিয়েছেন সাম্পাওলি। শিষ্যদের মেসির লেভেলে খেলার ডাক সাম্পাওলির
বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, ১০ অক্টোবর, ২০১৭
এমআরএম