ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

জেসুসের জোড়ায় বিশ্বকাপ শেষ চিলির

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৪ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৭
জেসুসের জোড়ায় বিশ্বকাপ শেষ চিলির ব্রাজিল-চিলি ম্যাচের একটি মুহূর্ত

ব্রাজিলের বিপক্ষে হেরে টানা দুইবারের কোপা আমেরিকা চ্যাম্পিয়ন চিলির বিশ্বকাপ স্বপ্ন শেষ হয়ে গেলো। অথচ ২০১৫ সালে এই চিলির কাছেই ২ গোলে হেরে বাছাইপর্বে যাত্রা শুরু করেছিল ব্রাজিল।

২০১৮ সালের বিশ্বকাপ মিশনে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের শেষ রাউন্ডে ঘরের মাঠে চিলিকে ৩-০ গোলে হারিয়েছে ব্রাজিল। পাওলিনিয়ো এগিয়ে নেওয়ার পর জোড়া গোল করেন গ্যাব্রিয়েল জেসুস।

 

ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য থাকালেও দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল পায় ব্রাজিল। দানি আলভেসের ফ্রি-কিক ব্রাভো ঠেকালেও নিয়ন্ত্রণে রাখতে পারেননি। সে সুযোগ কাজে লাগিয়ে ৫৫ মিনিটে চিলির জালে প্রথম বল জড়ান পাওলিনিয়ো।  

মিনিট দুই বাদেই চিলির ডি-বক্সে ফাঁকায় বল পেলেও গোল নিশ্চিতে তা ডান দিকে জেসুসকে বাড়িয়ে দেন নেইমার। যা চিলির জালে জড়াতে কোনো ভুল করেননি জেসুস। আর ম্যাচের অতিরিক্ত সময়ে নিজের দ্বিতীয় গোল করেন ম্যানচেস্টার সিটির এ ফরোয়ার্ড।

ব্রাজিলের সঙ্গে এ ম্যাচের হারের পর দক্ষিণ আমেরিকা অঞ্চলের পয়েন্ট টেবিলে ২৬ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে নেমেছে জা-সা (জামোরানো-সালাস) জুটির চিলি। আর ৪১ পয়েন্ট নিয়ে এ অঞ্চলের তালিকায় শীর্ষে রয়েছে ব্রাজিল।

বাংলাদেশ সময়: ০৮৫২ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।