এ মৌসুমেই ট্রান্সফার ফি’র বিশ্ব রেকর্ড গড়ে পিএসজিতে যোগ দেন নেইমার ও ১৮ বছর বয়সী ফ্রেঞ্চ ফরোয়ার্ড এমবাপ্পে। এ দু’জনের আবির্ভাবে দলের চেহারাটাই যেন পাল্টে গেছে।
সেল্টিককে তাদের মাঠেই ৫-০ গোলে বিধ্বস্ত করে এবারের মিশন শুরু করে নেইমারের পিএসজি। পরের ম্যাচেই হোম ভেন্যুতে শক্তিশালী বায়ার্ন মিউনিখকে ৩-০ ব্যবধানে হারের লজ্জায় ডোবায় তারা। সবশেষ অ্যাওয়ে ম্যাচে আন্ডারলেখটকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে ফ্রেঞ্চ জায়ান্টরা।
খেলা শুরুর তিন মিনিটেই সতীর্থদের উদযাপনের মধ্যমণি বনে যান এমবাপ্পে। এডিনসন কাভানির গোল আসে তার অ্যাসিস্ট থেকেই। ২-০ তে এগিয়ে বিরতিতে যায় পিএসজি। এক ঘণ্টা পর জালের দেখা পান নেইমার। শেষদিকে স্কোরশিটে নাম লেখান অ্যাঞ্জেল ডি মারিয়া।
এ প্রতিযোগিতায় আটটি গোল করে চ্যাম্পিয়নস লিগ ইতিহাসে কিশোর বয়সের খেলোয়াড় হিসেবে সর্বোচ্চ স্কোরারের কীর্তিতে নাম লিখিয়েছেন সম্ভাবনাময় এমবাপ্পে। নতুন মৌসুমে তার ক্লাবের শুরুটাও হয়েছে দুর্দান্ত। লিগ ওয়ান (ঘরোয়া লিগ) ও চ্যাম্পিয়নস লিগ মিলিয়ে ১২ ম্যাচের মধ্যে ১১টিতেই জয় পেয়েছে শিরোপার অন্যতম দাবিদাররা।
তরুণ টিমমেটকে আরও পরিণত করতে বেড়ে ওঠার সময়টায় পাশে থাকতে চান নেইমার। বার্সায় মেসি তাকে যেভাবে সহায়তা করেছিলে ঠিক সেভাবেই এমবাপ্পের খেলায় সাহায্য করে যেতে চান।
ম্যাচ শেষে ব্রাজিলিয়ান একটি টিভি চ্যানেলকে নেইমার বলেন, ‘আমি এমবাপ্পের সঙ্গে এমন ভূমিকায় থাকতে চাই যেমনটা মেসি আমার সঙ্গে করেছিল। আমি তাকে সাহায্য করতে চাই। সে আমার বন্ধু। ’
বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, ১৯ অক্টোবর, ২০১৭
এমআরএম