ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

‘মূল্যবান’ তালিকায় পিছিয়ে মেসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪২ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৭
‘মূল্যবান’ তালিকায় পিছিয়ে মেসি ছবি: সংগৃহীত

সবশেষ দু’বছর আগে ফিফা বর্ষসেরা খেলোয়াড় হয়েছিলেন। ব্যক্তিগত পুরস্কারের লড়াইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদোর কাছে ঠিক যেন পেরে উঠছেন না। সবচেয়ে মূল্যবান ক্রীড়াবিদদের তালিকাতেও পিছিয়ে লিওনেল মেসি।

আমেরিকান বিজনেস ম্যাগাজিন ‘ফোর্বস’ প্রকাশিত মার্কেটেবল অ্যাথলেটদের মধ্যে মেসির অবস্থান নবম। ব্র্যান্ড ভ্যালু (বেতন, বোনাস ও বিনিয়োগ আয় ব্যতীত) ধরা হয়েছে ১৩.৫ মিলিয়ন ডলার।

বার্সেলোনা আইকনের চেয়ে অনেক এগিয়ে রোনালদো। চার নম্বরে থাকা রিয়াল মাদ্রিদ সুপারস্টারের মূল্যমান ২১.৫ মিলিয়ন ডলার। এদিকে মেসিকে পেছনে ফেলেছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি (১৪.৫ মিলিয়ন ডলার)। অবস্থান সপ্তম। শীর্ষ দশে গলফ তারকা ররি ম্যাকলরয় ও বাস্কেটবল সেনসেশন স্টিফেন কারির চেয়েও এগিয়ে কোহলি।

নাম্বার ওয়ান পজিশনে রজার ফেদেরার। সুইস টেনিস কিংবদন্তির মূল্যমান ৩৭.২ মিলিয়ন ডলার। বাজারজাত মূল্যবান খেলোয়াড়দের মধ্যে এর পরেই আছেন বাস্কেটবল আইকন লেব্রন জেমস ও অবসরপ্রাপ্ত জ্যামাইকন স্প্রিন্টার উসাইন বোল্ট। বেতন-বোনাস-বিনিয়োগ আয়ের বাইরে দু’জনের বাজারমূল্য যথাক্রমে ৩৩.৪ মিলিয়ন ডলার ও ২৭ মিলিয়ন ডলার।

টপ টেনের পাঁচ ও ছয় নম্বরে দুই আমেরিকান গলফার ফিল মিকেলসন (১৯.৬ মিলিয়ন ডলার) ও টাইগার উডস (১৬.৬ মিলিয়ন ডলার)।

বাংলাদেশ সময়: ১১৪২ ঘণ্টা, ২৬ অক্টোবর, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।