বিগত ২০ বছরে তৃতীয় খেলোয়াড় হিসেবে ইউরোপের শীর্ষ পাঁচটি লিগের দু’টিতে একশ’র বেশি গোল করার কীর্তি গড়েন কাভানি। ২০১৩ সালে প্যারিসে পাড়ি জমানোর আগে ইতালিয়ান লিগ (সিরি আ) ক্যারিয়ারে পালের্মোর ও নাপোলির জার্সিতে ১১২টি গোল করেন ত্রিশ বছর বয়সী এই উরুগুইয়ান স্ট্রাইকার।
কাভানির আগে এমন মর্যাদাপূর্ণ তালিকায় প্রবেশ করেন গঞ্জালো হিগুয়েইন ও জ্লাতান ইব্রাহিমোভিচ। পিএসজিতে কাভানির লিগ গোল সংখ্যা এখন ১৪৪ ম্যাচে ১০১।
উড়ন্ত জয়ে জোড়া গোল উপহার দেন কাভানি ও কাইলিয়ান এমবাপ্পে। ৩০ মিনিটের মাথায় মাইলফলক ছোঁয়া ‘গোলের সেঞ্চুরি’তে সতীর্থদের উদযাপনের মধ্যমণি বনে যান কাভানি। ততক্ষণে ৩-০ তে লিড নেয় ভিজিটররা।
খেলা শুরুর পাঁচ মিনিটেই পিএসজিতে এগিয়ে দেন উঠতি ফ্রেঞ্চ ফরোয়ার্ড কাইলিয়ান এমবাপ্পে। ১৪ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন জার্মান উইঙ্গার জুলিয়ান ড্রাক্সলার। দ্বিতীয়ার্ধের ৬০ মিনিটে কাভানি ও নির্ধারিত সময়ের ছয় মিনিট আগে জোড়া গোল আদায় করে নেন ১৮ বছর বয়সী এমবাপ্পে।
ক’দিন আগে চ্যাম্পিয়নস লিগে আন্ডারলেখটের বিপক্ষে ৫-০ গোলে জেতা গ্রুপ পর্বের ম্যাচটিতে আঘাত পাওয়ায় বিশ্রামে থাকেন নেইমার। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকার কারণে খেলতে পারেননি ডি মারিয়া ও ডিফেন্ডার মার্কুইনহোস।
শিরোপা পুনরুদ্ধারের মিশনে দুর্দান্ত গতিতে ছুটছে পিএসজি। ১২ ম্যাচে তাদের সংগ্রহ ৩২। এক ম্যাচ কম খেলে ৭ পয়েন্ট পিছিয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মোনাকো।
বাংলাদেশ সময়: ০২০০ ঘণ্টা, ৫ নভেম্বর, ২০১৭
এমআরএম