মস্কোতে অনুষ্ঠিত হাইভোল্টেজ ম্যাচটির (১১ নভেম্বর) শেষদিকে জয়সূচক একমাত্র গোলে স্বদেশী কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনাকে ছাড়িয়ে যান ২৯ বছর বয়সী আগুয়েরো। নাম লেখান হার্নান ক্রেসপোর পাশে।
সবার উপরে লিওনেল মেসি (১২৩ ম্যাচে ৬১)। ৭৭ ম্যাচে ৫৪ গোল নিয়ে দ্বিতীয় স্থানে সাবেক আইকনিক স্ট্রাইকার গ্যাব্রিয়েল বাতিস্তুতা। ৯১ ম্যাচে ৩৪টি গোল করেছিলেন ৮৬’র বিশ্বকাপের নায়ক ম্যারাডোনা।
নিজের পারফরম্যান্সে সন্তুষ্ট ম্যানসিটির হয়ে ক্লাব ফুটবলে ফর্মের তুঙ্গে থাকা আগুয়েরো। ২০১৮ ওয়ার্ল্ডকাপের জন্য আর্জেন্টিনা দলকে আরও পরিণত দেখতে চান তিনি।
‘আমি গোল করতে পেরে ও দলের জয়ে খুশি। আমরা ভালো খেলেছি এবং আমাদের অবশ্যই আরও পরিণত হতে হবে। দলে অনেক নতুন খেলোয়াড় এসেছে এবং একে অপরকে জানাটা কঠিন। আমি মনে করি আমরা একে অপরকে খুব ভালো বুঝতে পেরেছি। এই পথে বিশ্বকাপ সামনে রেখে আমাদের তা অব্যাহত রাখতে হবে। ’
মঙ্গলবার (১৪ নভেম্বর) রাশিয়া সফরে নিজেদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে নাইজেরিয়ার মুখোমুখি হবে মেসিবিহীন আর্জেন্টিনা। খেলা শুরু বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টায়। বিশ্রাম নিতেই এ ম্যাচে খেলছেন না লিওনেল মেসি।
২০১৮ সালের ১৪ জুন ২১তম ফিফা ওয়ার্ল্ডকাপের পর্দা উঠবে। মস্কোর লুজনিকি স্টেডিয়ামে ১৫ জুলাই ফাইনাল। এ মাঠেই রাশিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলেছে আলবিসেলেস্তেরা।
বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, ১২ নভেম্বর, ২০১৭
এমআরএম