শনিবারের ম্যাচের আগে মরিনহো জানান, পল পগবা ও ইব্রাহিমোভিচ, দু’জনেই শনিবারের ম্যাচে খেলতে পারেন। দু’জনেই ফিট হয়ে গেছেন।
কারা ফিট হয়েছেন নাম জানতে চাইলে মরিনহো বলেন, ‘পগবা, ইব্রাহিমোভিচ ও মার্কোস রোহো। ’
গত ইউরোপা লিগে খেলার সময় হাঁটুতে চোট পান ইব্রা। তার অস্ত্রোপচারও হয়। মরিনহো অবশ্য বেশি জোর দিচ্ছেন পগবার সুস্থতা নিয়ে। ম্যানইউ কোচ বলেন, ‘পোগবার চোট পাওয়ার আগের ম্যানচেস্টার আর চোট পাওয়ার পরের ম্যানস্টারকে দেখুন। তা হলেই বুঝতে পারবেন, ও দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ। ’
ইব্রাকে নিয়ে কোচ বলেন, ‘ইব্রা এখন পুরোপুরি সুস্থ হয়ে গিয়েছে। কিন্তু তার মানে এই নয় যে ও পুরো নব্বই মিনিট খেলতে পারবে বা পর পর দু’টো ম্যাচ খেলতে পারবে। যেটা ও পুরো ক্যারিয়ার ধরে করে এসেছে। ’
বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, ১৮ নভেম্বর, ২০১৭
এমএমএস