ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

ফুটবল

দুর্দান্ত ম্যানইউ, গোল উৎসবে জয়ে ফিরলো লিভারপুল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৫ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৭
দুর্দান্ত ম্যানইউ, গোল উৎসবে জয়ে ফিরলো লিভারপুল ছবি: সংগৃহীত

প্রিমিয়ার লিগে টানা দুই ড্রয়ের পর গোল উৎসব করে জয়ে ফিরলো লিভারপুল। বোর্নমাউথকে তাদের মাঠেই ৪-০ গোলে বিধ্বস্ত করেছে অল রেডসরা। স্বাগতিক ওয়েস্ট ব্রমকে ২-১ ব্যবধানে হারিয়ে ছন্দ ধরে রেখেছে ম্যানচেস্টার ইউনাইটেড। সবশেষ সাত ম্যাচের মধ্যে ছয়টিতে জয় পেল হোসে মরিনহোর শিষ্যরা।

বোর্নমাউথের বিপক্ষে প্রথমার্ধেই ৩-০ তে লিড নেয় ইয়োর্গেন ক্লপের লিভারপুল। স্কোরশিটে নাম লেখান ব্রাজিলিয়ান তারকা ফিলিপ্পে কুতিনহো, সেন্টারব্যাক ডেজান লোভরেন, মিশরীয় ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ।

৬৬ মিনিটে লক্ষ্যভেদ করেন কুতিনহোর স্বদেশী রবার্তো ফিরমিনো।

ওয়েস্ট ব্রমের মাঠে প্রথমার্ধে দুই গোলে এগিয়ে যায় ম্যানইউ। সাবেক ক্লাবের বিপক্ষে গোল করেন বেলজিয়ান স্ট্রাইকার রোমেলু লুকাকু। রেড ডেভিলসদের ইংলিশ মিডফিল্ডার জেসে লিনগার্ড ব্যবধান দ্বিগুণ করেন। ৭৭ মিনিটে স্বাগতিকদের হয়ে একটি গোল পরিশোধ করেন সাবেক ইংলিশ মিডফিল্ডার ৩৬ বছর বয়সী গ্যারেথ ব্যারি।

ছবি: সংগৃহীতএর আগে ১৮তম রাউন্ডের খেলায় শিরোপা প্রত্যাশী সব জায়ান্টই জয় পেয়েছে। নিউক্যাসলকে ১-০ গোলে আর্সেনাল, সাউদাম্পটনকে সমান ব্যবধানে বর্তমান চ্যাম্পিয়ন চেলসি ও হাইভোল্টে ম্যাচে টটেনহামকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে উড়ন্ত ম্যানচেস্টার সিটি।

নগর প্রতিদ্বন্দ্বী ম্যানইউর সঙ্গে ম্যানসিটির লিড ১১ পয়েন্ট। ১৮ ম্যাচ শেষে সিটিজেনদের সংগ্রহ ৫২। ৩৮ পয়েন্ট নিয়ে তিন নম্বরে চেলসি। ৪ পয়েন্ট পিছিয়ে চতুর্থ স্থানে লিভারপুল। ৩৩ পয়েন্টে পাঁচে আর্সেনাল। সাতে নেমে গেছে টটেনহাম (৩১)।

বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, ১৮ ডিসেম্বর, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।