গ্যালারি থেকে বার্সার দাপুটে জয় উপভোগ করেন উইন্টার সাইনিং ব্রাজিলিয়ান ফিলিপ্পে কুতিনহো। ইনজুরির কারণে আপাতত খেলতে পারছেন না সাবেক লিভারপুল সুপারস্টার।
এক ঘণ্টা মাঠে থেকেই সেল্টার রক্ষণ ব্যতিব্যস্ত করে রাখেন মেসি। ১৩ মিনিটে গোল উৎসবের সূচনা করেন বার্সার প্রাণভোমরা। ২ মিনিট না যেতেই আবারো সতীর্থদের উদযাপনের মধ্যমণি বনে যান পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী। দু’টি গোলেই অ্যাসিস্ট করেন জর্ডি আলবা। ২৮ মিনিটে আলবাকে দিয়ে ৩-০ করেন আর্জেন্টাইন আইকন।
এর তিন মিনিট পর স্কোরশিটে নাম লেখান লুইস সুয়ারেজ। প্রথমার্ধের আক্রমণাত্মক পারফরম্যান্সে চার গোলের লিড নিয়ে বিরতিতে যায় কাতালানরা। ৫৯ মিনিটে মেসির বদলি হিসেবে নামেন ওসমান ডেম্বেলে। ৬৩ মিনিটে আন্দ্রেস ইনিয়েস্তার পরিবর্তে হোসে আর্নেইজ।
নির্ধারিত সময়ের তিন মিনিট আগে ডেম্বেলের পাসে সেল্টার কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন ইভান রাকিটিচ। উড়ন্ত জয় দিয়ে শেষ আটে পা রাখে আর্নেস্টো ভালভার্ডের শিষ্যরা। বলা বাহুল্য, কোপা দেল রেতে এ নিয়ে ১৪ ম্যাচে ২৪টি গোল করলেন ফর্মের তুঙ্গে থাকা মেসি। গোলে সহায়তা বা অ্যাসিস্ট ১০টি।
বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, ১২ জানুয়ারি, ২০১৮
এমআরএম