ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম
স্বাধীনতা কাপে একের পর এক চমক দেখিয়ে যাচ্ছে আরামবাগ ক্রীড়া সংঘ। কোয়ার্টার ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেডকে বিদায় করার পর এবার সেমিফাইনালে আরেক শক্তিশালী শেখ জামালকেও পরাজিত করলো মারুফুল হকের শিষ্যরা। আর এ জয়ে প্রথমবারের মতো আসরটির ফাইনালে পৌঁছে গেল আরামবাগ।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সোমবার জামালকে ১-০ গোলে হারায় আরামবাগ। জয়ী দলের হয়ে জয়সূচক গোলটি করেন মোহাম্মদ জুয়েল।
এদিন অবশ্য খেলার প্রথমার্ধ আক্রমণে জামালই এগিয়ে ছিল। কিন্তু বেশ কয়েকবার সুযোগ পেয়েও প্রতিপক্ষের রক্ষণের কাছে প্রতিহত হতে হয়।
ম্যাচের দ্বিতীয়ার্ধে জামালের সঙ্গে পাল্টা আক্রমণে দেখা যায় আরামবাগকেও। আর এর সুফল পায় খেলার একেবারে শেষ দিকে (৮৯ মিনিট)। দলটির অধিনায়ক আবু সুফিয়ান সুফিলের পাসে জুয়েল শট করলে তা জামাল গোলরক্ষকের গায়ে লেগে জালে জড়ায়। ম্যাচের বাকি সময় আর কোনো গোল না হলে শেষ পর্যন্ত ১-০ গোলের হার নিয়েই মাঠ ছাড়ে শেখ জামাল। আর ফাইনালে ওঠার আনন্দে মেতে ওঠে আরামবাগ।
বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, ০৫ ফেব্রুয়ারি, ২০১৮
এমএমএস
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।