ধারাবাহিকতার ঘাটতি নিয়ে রোনালদো চিন্তিত কিনা তা নিয়ে সন্দিহান কাভানি। বরং পূর্বাভাস দিয়ে রাখলেন, পুনরায় নিজের শেষ্ঠত্বের জানান দিতে বুধবারের (১৪ ফেব্রুয়ারি) বহুল প্রতীক্ষার ম্যাচটাই হয়ে উঠতে পারে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীর আদর্শ মুহূর্ত।
হ্যাটট্রিক চ্যাম্পিয়নস লিগ মিশনে শেষ ষোলোর প্রথম লেগে কঠিন পরীক্ষা দিতে হবে রোনালদোর রিয়ালকে। অধরা ইউরোপ শেষ্ঠত্বের শিরোপা উঁচিয়ে ধরতে চোখ রাখছে নেইমার-কাভানির পিএসজি। উত্তেজনায় ভরপুর প্রতিদ্বন্দ্বিতা দেখতে মুখিয়ে আছেন ফুটবলপ্রেমীরা। খেলা শুরু হবে বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে ২টায়। প্যারিসে একই সময়ে কোয়ার্টার ফাইনাল নির্ধারণী ফিরতি পর্বের লড়াই ৬ মার্চ।
উত্থান-পতনের মধ্য দিয়ে যাচ্ছে রোনালদোর ২০১৭-১৮ সিজন। চ্যাম্পিয়নস লিগে গ্রুপ পর্বের ৬ ম্যাচে ৯ বার লক্ষ্যভেদ করে সর্বোচ্চ গোলস্কোরার তিনি। কিন্তু লা লিগায় নিজের প্রথম ১৪ ম্যাচে মাত্র চারবার বল জালে পাঠিয়েছেন সিআর সেভেন। লিগ শিরোপা ধরে রাখার রেসেও অনেকটাই ছিটকে গেছে জিনেদিন জিদানের দল।
যাই হোক, গত ৫ ফেব্রুয়ারি ৩৩-এ পা রাখা রোনালদো সাম্প্রতিক সময়ে আছেন ভালো ফর্মে। সবশেষ রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে (৫-২) হ্যাটট্রিক করে পিএসজি ম্যাচের জন্য নিজেকে ঝালিয়ে নিয়েছেন পর্তুগিজ সুপারস্টার। সবশেষ চারটি লিগ ম্যাচে গোল করেছেন ৭টি।
কাভানির চোখে, প্রত্যেক ফরোয়ার্ডেরই ভালো-খারাপ সময় যায়। রোনালদোর আত্মবিশ্বাস এখনো উঁচুতে বলেই মনে করেন উরুগুইয়ান স্ট্রাইকার। স্প্যানিশ ক্রীড়া দৈনিক ‘মার্কা’য় দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমার বিশ্বাস এটা (সাম্প্রতিক ফর্ম) রোনালদোকে উদ্বিগ্ন করছে না। ’
‘সে জানে এমনটা হয়, আমাদের প্রত্যেক ফরোয়ার্ডের ক্যারিয়ারেই খারাপ সময় আসে। এমন একটি ম্যাচ আত্মবিশ্বাসী ও দৃঢ় প্রত্যয়ী রোনালদোকে নিজের চেনা ছন্দের প্রতিক্রিয়া দেখাতে অনুপ্রাণিত করবে। ’-যোগ করেন কাভানি।
বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, ১৩ ফেব্রুয়ারি, ২০১৮
এমআরএম